স্টাফ রিপোর্টার::
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে শান্তিগঞ্জ উপজেলায় নানান কর্মসূচি পালন করেছে বাংলাদেশ এক্সটেনশন এডুকেশন সার্ভিসেস (বিজ)। মঙ্গলবার সকাল ১০টা থেকে অর্ধদিন ব্যাপী একাধিক কর্মসূচি পালন করেন সংগঠনটির উপজেলার কর্মকর্তা, শিক্ষকবৃন্দ ও শিক্ষার্থীরা।
সকাল ১০টায় শান্তিগঞ্জ উপজেলা পরিষদের চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তারা। পুষ্পস্তবক অর্পণের সময় উপস্থিত ছিলেন- জয়কলস ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল বাসিত সুজন, ইউপি সদস্যা তৈয়বুন নেছা, শিবপুর বেসরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচজলনা কমিটির সভাপতি আবদুল তাহিদ, বাংলাদেশ এক্সটেনশন এডুকেশন সার্ভিসেস (বিজ)’র সুনামগঞ্জের প্রোগ্রাম অফিসার নিলু কান্ত পাল, শিবপুর বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জাহাঙ্গীর আলম, চুরখাই বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাজীব দে, নোয়াগাঁও-২ বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহ আলম, ইনাতনগর বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেলী রানী তালুকদার, চন্দ্রপুর বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিনতী সূত্রধর, মাহমদপুর বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ঝর্না বেগম, ধলমৈশা বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পপি বেগম, সহকারি শিক্ষক আবু সুফিয়ান, সালাতুন নেছা, রুনি সূত্রধর, শিখা সূত্রধর, মিন্টু সূত্রধর, সুষমা সূত্রধর, কল্পনা সূত্রধর, ফরিদা আক্তার, আসমা বেগম, সুজিনা বেগম ও তাছলিমা বেগম।
পরে, দুপুর ১টায় ডুংরিয়া গ্রামে শিবপুর বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের অংশগ্রহণে ছড়া-কবিতা, গজল ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতার পর বঙ্গবন্ধু বিষয়ক আলোচনা সভা ও শেখ মুজিবুর রহমানের পরিবারের নিহতদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়। সব শেষে প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন আতন্ত্রিত অতিথিবৃন্দ। আলোচনা সভা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন- শিবপুর বেসরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সভাপতি এনামুল হক৷ একই প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মো. জাহাঙ্গীর আলমের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিজ’র প্রোগ্রাম অফিসার নিলু কান্ত পাল।
এসময় বিজের সকল বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারি শিক্ষকগণ ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।