সোমবার, ০৭ অক্টোবর ২০২৪, ০৪:৪৫ পূর্বাহ্ন

শান্তিগঞ্জে দুর্বৃত্তের দেয়া আগুনে পুড়লো মুক্তিযোদ্ধার ঘরসহ লাখ টাকার সম্পদ

Reporter Name
  • আপডেট টাইম : রবিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৩
  • ৭১ বার
স্টাফ রিপোর্টারঃ সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় পূর্ব শত্রুতার জেরে এক মুক্তিযোদ্ধার বাড়িতে দুর্বৃত্তরা অগ্নিসংযোগ করেছে বলে অভিযোগ উঠেছে। গত বৃহস্পতিবার(১৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার জয়কলস ইউনিয়নের মানিকপুর গ্রামে এ ঘটনা ঘটে।
আগুনে ১টি বাংলা ঘর ও গোয়ালঘরসহ মূল্যবান আসবাবপত্র পুড়ে অন্তত ২  লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ভুক্তভোগী পরিবারের সদস্যরা। এ বিষয়ে বৃহস্পতিবার রাতেই শান্তিগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেছেন ক্ষতিগ্রস্ত পরিবার। ভুক্তভোগী ওই মুক্তিযোদ্ধার নাম সুশীল ব্যানার্জি। তিনি উপজেলার মানিকপুর গ্রামের মৃত সুরেন্দ্র ব্যানার্জির পুত্র৷
অভিযোগ সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার সন্ধ্যা ৭ টায়  মুক্তিযোদ্ধার সুশীল ব্যানার্জির বাড়িতে আগুন দেয় দুর্বৃত্তরা। আশপাশের মানুষের চিৎকার শুনে মুক্তিযোদ্ধা সুশীল ব্যানার্জি এসে দেখেন আগুনের লেলিহান শিখায় পুড়ে ছাই হয়ে গেছে তার বাংলাঘর ও  গোয়ালঘরসহ মূল্যবান আসবাবপত্র। এতে প্রায় ২ লাখ টাকার ক্ষতির সম্মুখীন হয়ে ঘটনার সাথে জড়িতদের খুজে বের করে আইনের আওতায় আনার জন্য থানার অভিযোগ দায়ের করেন বীর মুক্তিযোদ্ধা সুশীল ব্যানার্জি।
মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যরা জানান, পূর্ব বিরোধের জের ধরেই প্রতিপক্ষের লোকজন এ ঘটনা ঘটাতে পারে। এরআগেও ৩-৪ বার খড়ের ঘরে আগুন দিয়ে পুড়িয়ে ছাই করলেও তাদের শনাক্ত করা যায়নি। এভাবে বারবার ক্ষতিগ্রস্ত হয়ে আমরা এখন পথে বসার উপক্রম। প্রশাসনের কাছে অনুরোধ ঘটনার দ্রুত তদন্ত করে জড়িতদের আইনের আওতায় নিয়ে আসা হোক৷
এ ব্যাপারে শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) খালেদ চৌধুরী বলেন, অভিযোগ পেয়েছি৷ ঘটনার তদন্ত চলমান আছে। তদন্ত সাপেক্ষে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে৷

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ