স্টাফ রিপোর্টারঃ সুনামগঞ্জের শান্তিগঞ্জে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ২০২৩-২৪ অর্থ বছরে মসলার উন্নত জাত ও প্রযুক্তি সম্প্রসারণ প্রকল্পের আওতায় ২ দিনব্যাপী কৃষক প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে।
সোমবার(২৫ সেপ্টেম্বর) উপজেলার মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের হলরুমে অনুষ্ঠিত এই প্রশিক্ষণের সমাপনীতে বক্তব্য রাখেন সুনামগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক বিমল চন্দ্র সোম, জেলা প্রশিক্ষণ কর্মকর্তা মুস্তফা ইকবাল আযাদ, উপজেলা কৃষি কর্মকর্তা খন্দকার সোহায়েল আহমেদ, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোফাজ্জল হোসেন মায়া, উপ-সহকারী কৃষি কর্মকর্তা উমায়েদ নূর, আবুল কালাম আযাদ, সাব্বির রহমান, অলক চন্দ্র দাস প্রমুখ। উক্ত প্রশিক্ষণে উপজেলার বিভিন্ন ইউনিয়নের ৬০ জন কৃষক অংশগ্রহণ করেন৷