স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় দিনব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৫ ফেব্রুয়ারি) সকালে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রাণিসম্পদ অধিদপ্তরাধীন ‘প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প (এলডিডিপি)’ এর সহযোগিতায় পাগলা সরকারি মডেল হাইস্কুল এন্ড কলেজের মাঠে দিনব্যাপী এই প্রাণিসম্পদ প্রদর্শনী-২০২৩ অনুষ্ঠিত হয়।
উদ্বোধনী ও সমাপনী অনুষ্ঠানে উপজেলা সহকারী কমিশনার(ভূমি) সকিনা আক্তারের সভাপতিত্বে ও শিশু বিষয়ক কর্মকর্তা হাসান কবিরের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান দুলন রানী তালুকদার, উপজেলা আওয়ামীলীগের সভাপতি সিতাংশু শেখর ধর সিতু, উপজেলা মৎস্য কর্মকর্তা জাহিদুল ইসলাম, কৃষি কর্মকর্তা খন্দকার সুহাইল আহমদ, পশ্চিম পাগলা ইউপি চেয়ারম্যান জগলুল হায়দার, শান্তিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ছায়াদ হোসেন সবুজ, খামারী আতিকুর রহমান, বেনু রঞ্জন তালুকদার সহ রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ প্রমুখ।
দিনব্যাপী প্রদর্শনীর পর ৩ ক্যাটাগরিতে ৫০টি স্টলের মধ্যে বিজয়ী হওয়া খামারীদের মাঝে পুরস্কার ও সনদ প্রদান করেন অতিথিবৃন্দ।