বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০৩:৫৯ অপরাহ্ন

শান্তিগঞ্জে জামানত হারালেন ৩ ভাইস চেয়ারম্যান প্রার্থী

Reporter Name
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৬ জুন, ২০২৪
  • ৪৩ বার
স্টাফ রিপোর্টারঃ সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে নির্ধারিত ভোট না পাওয়ায় এক মহিলা ভাইস চেয়ারম্যানসহ ৩ প্রার্থী জামানত হারাচ্ছেন। তারা হলেন ভাইস চেয়ারম্যান প্রার্থী মো. আনোয়ার হোসেন, জাহাঙ্গীর খান এবং মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী জেসমিন আক্তার।
নির্বাচনী বিধি অনুযায়ী- উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদের জন্য একজন প্রার্থীকে নির্বাচন কমিশনের (ইসি) অনুকূলে ১ লাখ টাকা জমা দিতে হয়। আর ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদের জন্য ৭৫ হাজার টাকা জমা দিতে হয়। নির্বাচনে কোনো নির্বাচনী এলাকার প্রদত্ত ভোটের ৮ ভাগের ১ ভাগ অথবা ১২.৫ শতাংশ ভোট যদি কোনো প্রার্থী না পান তাহলে তার জামানত বাজেয়াপ্ত হয়।
সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী অফিসার সুকান্ত সাহা বিষয়টি নিশ্চিত করে বলেন, মোট ভোটের ৮ ভাগের ১ ভাগ অথবা ১২.৫০ শতাংশ ভোট পেলে প্রার্থী তার জামানত ফেরত পাবেন। এ হিসাবে ৪ প্রার্থী তাদের  জামানত ফেরত পাবেন না।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ