স্টাফ রিপোর্টারঃ “করবো বীমা গড়বো দেশ, স্মার্ট হবে বাংলাদেশ’-এই প্রতিপাদ্যকে সামনে রেখে সুনামগঞ্জের শান্তিগঞ্জে জাতীয় বীমা দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার(২ মার্চ) সকাল ১১টায় উপজেলা পরিষদ হলরুমে এর আয়োজন করেন প্রশাসন।
বীমার গুরত্ব তুলে ধরে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা সুকান্ত সাহা।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ সম্প্রাসারন কর্মকর্তা ডাঃ মোফাজ্জল হোসেন তপন, সমাজসেবা কর্মকর্তা তাছলিমা আক্তার লিমা, উপজেলা মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার মোঃ আতাউর রহমান, পাগলা সরকারি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ আরব আলী, ডু্ংরিয়া উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাওলানা নিজাম উদ্দিন, কামরুপদলং ইয়াকুব আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মানিকলাল চক্রবর্তী, শান্তিগঞ্জ নির্বাচন অফিসের সহকারী মোঃ জামিল হোসেন, শান্তিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি সামিউল কবির, সহসভাপতি মোঃ নুরুল হক।
এসময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।