স্টাফ রিপোর্টারঃ সপ্তাহে ৭ দিন ২৪ ঘন্টা শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাভাবিক প্রসব সেবা পাওয়া যাচ্ছে।স্বাস্থ্য সেবা বিভাগের প্রশিক্ষিত ও দক্ষ মিডওয়াইফরা বিনামুল্যে এ সেবা দিচ্ছেন এবং সার্বক্ষনিক ডাক্তাররা এটাকে মনিটরিং করছেন। আগের চেয়ে বেড়েছে এখন জবাবদিহিতা। এতে শিশু ও মাতৃ মৃত্যুর হার কমবে বলে আশাবাদী হাসপাতাল কর্তৃপক্ষ।
মঙ্গলবার (২ জানুয়ারি) সকাল থেকে হাসপাতালে স্বাভাবিক প্রসব সেবা এই কার্যক্রমের শুভ সূচনা হয়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ ইকবাল হাসান বিবৃতিতে বলেন, শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মা ও শিশু স্বাস্থ্য সেবা রক্ষায় বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এটা – তারই একটি অংশ বিশেষ। সার্বক্ষণিক স্বাভাবিক প্রসব সেবার উপর জোর দেওয়া হচ্ছে। তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়মিত সেবাসহ বিনামূল্যে স্বাভাবিক প্রসব সেবা গ্র্রহণের জন্য সর্বসাধারণকে অনুরোধ করেন।