সোমবার, ০৭ অক্টোবর ২০২৪, ১২:৩২ অপরাহ্ন

শান্তিগঞ্জে গরু চড়াতে গিয়ে বজ্রপাতে কৃষক নিহত

Reporter Name
  • আপডেট টাইম : শনিবার, ২৭ আগস্ট, ২০২২
  • ১৫৪ বার

 

স্টাফ রিপোর্টার::

 

সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় হাওরে গরু চড়াতে গিয়ে বজ্রপাতে বাবুল চন্দ্র দেব (৪৫) নামের এক কৃষক নিহত হয়েছেন। নিহত বাবুল উপজেলার জয়কলস ইউনিয়নের সদরপুর পশ্চিম পাড় (গাঙেরহাটি) গ্রামের মৃত তারক চন্দ্র দেবের ছেলে।

শনিবার (২৭ আগস্ট) সকাল ৯টায় সদরপুর সেতুর দক্ষিণে নাগডরার খাইহাওর বেড়িবাঁধ সংলগ্ন এলাকায় বজ্রপাতের এ ঘটনা ঘটে।

স্থানীয় ওয়ার্ডের সদস্য মো. আশিক মিয়া জানান, প্রতিদিনের মতো শনিবার সকালেও গরু চড়াতে সদরপুর সেতুর দক্ষিণে নাগডরার খাইহাওর বেড়িবাঁধ সংলগ্ন এলাকায় যান কৃষক বাবুল দেব। গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছিল তখন। হাওরে যাওয়ার পর বজ্রপাতের আঘাতে মাটিতে লুটিয়ে পড়েন তিনি। অন্যান্য কৃষকরা তাকে বাড়ি নিয়ে আসেন।

শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদ চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে আমাদের ফোর্স ঘটনাস্থলে পাঠিয়েছি।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ