মঙ্গলবার, ০৮ অক্টোবর ২০২৪, ০৪:১৯ পূর্বাহ্ন

শান্তিগঞ্জে কালবৈশাখী ঝড়ের তান্ডব : পাথারিয়া ইউনিয়নে ব্যাপক ক্ষয়ক্ষতি

Reporter Name
  • আপডেট টাইম : বুধবার, ২৭ এপ্রিল, ২০২২
  • ২৬৮ বার

বিশেষ প্রতিনিধি::

বিপদ যেন হাওরের মানুষদের পিছুই ছাড়ছে না। একের পর এক বিপদের সম্মুখীন হচ্ছেন তারা৷ ফসল হানির আশঙ্কার মধ্যেই শান্তিগঞ্জে কালবৈশাখী ঝড়ের তান্ডবে লণ্ডভণ্ড হয়ে গেছে উপজেলার বিভিন্ন গ্রামের ঘরবাড়ি ও দোকানপাট।এতে নতুন করে চরম দুর্ভোগে পড়েছেন শান্তিগঞ্জের মানুষেরা৷ কালবৈশাখীতে গাছপালা উপড়ে গিয়ে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রয়েছে। এছাড়াও মাঠে থাকা কৃষকের শুকনো ধানের বেশ ক্ষতি হয়েছে৷ হঠাৎ ঘূর্ণিঝড়ের তান্ডবে পথে বসার উপক্রম অনেক ব্যবসায়ী।

গতকাল মধ্যরাতে শান্তিগঞ্জের ওপর দিয়ে এ ঘুর্ণিঝড় বয়ে যায়। এতে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে উপজেলার পাথারিয়া ইউনিয়ন ।

সরেজমিন দেখা গেছে , ঝড়ে অধিকাংশ ঝুপড়ি ঘর, টিনশেড ঘর, সেমিপাকা ভবন, দোকানপাট, বিদ্যুৎতের খুঁটি, গাছপালা ভেঙে-উপড়ে গেছে। লণ্ডভণ্ড হয়ে গেছে চারপাশ। ক্ষতিগ্রস্ত মানুষগুলো খোলা আকাশের নিচে রাতযাপন করছেন। অনেক খুদ্র ব্যবসায়ীরা দোকানপাট হারিয়ে দিশেহারা হয়ে গেছেন। কেউকেউ আবার পরিবার পরিজন নিয়ে ক্ষতিগ্রস্ত ঘর মেরামতের চেষ্টা করছেন। তবে এতে ফসলের কোন ক্ষতি হয়নি বলে জানিয়ে উপজেলা কৃষি বিভাগ৷

ক্ষতিগ্রস্তরা জানান, মঙ্গলবার দিবাগত রাতে হঠাৎ করে আকাশ অন্ধকার হয়ে আসে। কিছুক্ষণ পরই প্রবল বেগে ঝড়ো বাতাস শুরু হয়। এক মুহূর্তেই ঘরবাড়ি দোকানপাট সব লণ্ডভণ্ড করে দেয়। এতে ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়েছেন গ্রামের মানুষেরা৷ এছাড়াও বড়বড় গাছ উপড়ে পড়ে বিভিন্ন রাস্তা ব্লক হয়ে যান চলাচলে বিগ্ন ঘটে।

পাথারিয়া ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম বলেন, আমি সরেজমিন ঘুরে দেখেছি, সবকিছু লন্ডভন্ড হয়ে গেছে৷ এর আগে জীবনেও এত তীব্র কালবৈশাখী দেখেননি এই অঞ্চলের মানুষ। আমি আমার ইউনিয়নের সকল মেম্বারদের নির্দেশ দিয়েছি প্রত্যেক ওয়ার্ডে ওয়ার্ডে ক্ষতিগ্রস্তদের তালিকা করার জন্য।

এ ব্যাপারে শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আনোয়ার উজ জামান বলেন, কালবৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্তদের তালিকা করার জন্য ইউপি চেয়ারম্যানদের বলা হয়েছে। তালিকা পাওয়ার সাথে সাথেই ক্ষতিগ্রস্তদের সরকারি সহায়তা দেয়া হবে।

 

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ