বুধবার, ০৯ অক্টোবর ২০২৪, ০৯:১৭ অপরাহ্ন

শান্তিগঞ্জে কাপ‌ড়ের রং দি‌য়ে আইস‌ক্রিম তৈ‌রির দায়ে ৩ ফ্যাক্টরিকে জ‌রিমানা

Reporter Name
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৮ সেপ্টেম্বর, ২০২১
  • ১৭৫ বার

স্টাফ রিপোর্টার::

শান্তিগঞ্জে কাপ‌ড়ের রং দি‌য়ে আইস‌ক্রিম তৈ‌রির দায়ে ৩টি আইস‌ক্রিম ফ‌্যাক্ট‌রি‌কে মোট ২৫ হাজার টাকা জ‌রিমানা করা হ‌য়ে‌ছে।

মঙ্গলবার (২৮ সে‌প্টেম্বর) সকালে উপজেলার নোয়াখালী বাজারে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্ত‌র অভিযান চালিয়ে মদিনা আইস মিল ৫ হাজার, তানভীর আইস মিল ১০ হাজার ও ফাহিদ বরফ মিলকে ১০ হাজার টাকা জ‌রিমানা করা হয়।

অভিযা‌নের নেতৃত্ব দেন সুনামগঞ্জ জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী প‌রিচালক মো. শফিকুল ইসলাম। অভিযানে র‍্যাব-৯ এর সদস্যরা সহযোগিতা করেন।

এ ব্যাপারে মো. শফিকুল ইসলাম বলেন, ফুডগ্রেড রং ব্যবহারের পরিবর্তে বিভিন্ন প্রকার কাপড়ের রং ব্যবহার করা এবং অনুমোদনবিহীন বিভিন্ন ক্ষতিকারক ফ্লেভার ব্যবহার করার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে জরিমানা করেছি। অভিযা‌নে অবৈধ ক্ষতিকারক কেমিক্যাল জব্দ করে ধ্বংস করা হয়েছে। এব্যাপারে তাদেরকে বুঝিয়েছি। ভবিষ্যতে যেন এসব কাজের পুনরাবৃত্তি না ঘটে সেব্যাপারেও সতর্ক করেছি। জনস্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ