রবিবার, ০৬ অক্টোবর ২০২৪, ০৩:১৯ পূর্বাহ্ন

শান্তিগঞ্জে কাঁঠালকান্ডের মূলহোতা বেনাপোলে গ্রেফতার 

Reporter Name
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৮ জুলাই, ২০২৩
  • ১২৪ বার
স্টাফ রিপোর্টারঃ সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় মসজিদের কাঁঠাল নিলাম নিয়ে দুই গ্রুপের সংঘর্ষে বাবুল মিয়া হত্যার মূল পরিকল্পনাকারী মইনুল হক ভারত হয়ে ফ্রান্সে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। এ সময় তাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার বেনাপোল পোর্ট থানার ডিউটি অফিসার উপপুলিশ পরিদর্শক (এসআই) কাজী জাহিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
সোমবার (১৭ জুলাই) দুপুরে বেনাপোল ইমিগ্রেশন পুলিশ তাকে গ্রেপ্তার করে। রোববার (১৬ জুলাই) রাতে এ ঘটনায় দ্বীন ইসলাম গ্রুপের নিহত নুরুল হকের ভাই তফজ্জুল হক ও বাবুল মিয়ার ভাই ফারুক আহমদ বাদী হয়ে মালদার মিয়ার পক্ষের ১৬৩ জনকে আসামি করে পৃথক দুটি মামলা করেন।
গ্রেপ্তারকৃত ব্যক্তি মালদার গোষ্ঠীর মৃত আসক আলীর ছেলে মইনুল হক (৩৭)। বেনাপোল পোর্ট থানার ডিউটি অফিসার উপপুলিশ পরিদর্শক (এসআই) কাজী জাহিদুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃত আসামি মইনুল হক বেনাপোল পোর্ট থানা হেফাজতে আছে। সংশ্লিষ্ট থানায় তাকে পাঠানো হবে। তার নামে সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ থানায় হত্যা মামলা রয়েছে।
বেনাপোল পোর্ট থানা সূত্রে জানা যায়, ভারতে পালিয়ে যাওয়ার জন্য ফ্রান্স প্রবাসী মইনুল হক বেনাপোল ইমিগ্রেশনে পাসপোর্ট জমা দেয়। এ সময় তথ্য যাচাই করে দেখা যায়, তিনি হত্যা মামলার তালিকাভুক্ত আসামি। পরে তাকে গ্রেপ্তার করে বেনাপোল ইমিগ্রেশন পুলিশ পোর্ট থানা পুলিশের কাছে সোপর্দ করেন।
এ ব্যাপারে শান্তিগঞ্জ থানার সেকেন্ড অফিসার তপন কান্তি দাস বলেন, ফ্রান্সে পালিয়ে যাওয়ার সময় মইনুল হককে বেনাপোলে পোর্ট থানা পুলিশ গ্রেফতার করেছে। আসামীকে আনতে আমাদের টিম যশোরে যাচ্ছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ