মঙ্গলবার(১০ আগস্ট) শান্তিগঞ্জ উপজেলার বিভিন্ন বাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে। কাঁচা মরিচের ঝালে নাকাল হয়ে পড়েছেন ক্রেতারা।
এতে মধ্য স্বত্বভোগী আড়তদার ও ব্যবসায়িরা লাভবান হচ্ছেন। এদিকে দেশের বাজারে কাঁচামরিচের সরবরাহ স্বাভাবিক এবং দাম নাগালের মধ্যে রাখতে বাজারে যদি এলসি কাঁচামরিচ আমদানী করা হয় তবেই বাজারে স্বস্তি ফিরে আসবে বলে জানিয়েছেন ব্যবসায়িরা। বর্তমানে কাঁচামরিচের এই দামে ব্যাবসায়ী ও উৎপাদনকারীরা হাঁসিতে ভাসলেও মরিচের ঝালে চোখ মুছতে হচ্ছে ক্রেতাদের।
উপজেলার গনিগঞ্জ বাজারের সবজি বিক্রেতা সাদিকুর রহমান বলেন, কয়েক দিন টানা বৃষ্টির কারণে এখন প্রতিদিনই কাঁচা মরিচের দাম বাড়ছে। বেশি দামে কেনার কারণে বাধ্য হয়ে বেশি দামেই বিক্রি করতে হচ্ছে।
শান্তিগঞ্জ বাজারের সবজি বিক্রতা মোঃ আব্দুল হামিদ বলেন, পাইকারি আড়তে চাহিদার তুলনায় সরবরাহ কম থাকায় বিক্রেতারা বেশি দামে মরিচ বিক্রি করছেন। তাই আমাদের বেশি দাম দিয়ে এনে বেশি দামে বিক্রি করতে হচ্ছে। দুই দফা মরিচ কিনতে গিয়ে দুই দাম দিতে হয়েছে।
তিনি আরও বলেন, গত এক মাসে আগেও কাঁচা মরিচের দর ৫০-৬০ টাকার মধ্যে ছিল। কখনও কখনও তা ৪০ টাকায়ও নেমেছে। গত সপ্তাহে এ মরিচ বিক্রি করেছি ১০০ টাকা। আর এখন এই মরিচ বিক্রি করতে হচ্ছে ২৬০-২৭০ টাকায়।
শান্তিগঞ্জ বাজারের আরেক সবজি বিক্রেতা মোঃ জামিল হোসেন বলেন, দেশের কোথায়ও সার্বিক বন্যা এবং বৃষ্টিতে মরিচ ক্ষেতের অনেক ক্ষতি হয়েছে। যার কারণে বিভিন্ন আড়তগুলোয় পর্যাপ্ত কাঁচা মরিচ নেই। এতে মরিচ আমদানি কম হচ্ছে। তাই দাম একটু বাড়তির দিকে। তবে সরবরাহ স্বাভাবিক হলে দাম কমে আসবে।
প্রতিদিনের মতো একই বাজারে নিত্যপণ্য কিনতে আসা পারভিন বেগম বলেন, সবজি বাজারে এসে ১ কেজি কাঁচা মরিচ যে কিনবো সে সাহস করতে পারিনা! গত এক সপ্তাহ ধরে কাঁচামরিচের আকাশছোঁয়া দামে বাজারে যে ঝাল শুরু হয়েছে। তাই বাজারে এসে স্বস্তিতে নিঃশ্বাসও ফেলা যাচ্ছে না।
শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আনোয়ার উজ জামান জানান, সাপ্লাই কম হওয়ার কারণে কাঁচা মরিচের দাম বেশি হতে পারে। তবে বাজারের দাম স্থীতিশীল রাখতে নিয়মিত মনিটরিং করার ব্যবস্থা নেওয়া হচ্ছে।
শান্তিগঞ্জ উপজেলা কৃষি অফিসার মোঃ আতিকুর রহমান জানান, হাওরাঞ্চলের কৃষকেরা এমনিতেই সবজি উৎপাদনে বিমুখ। এজন্য কৃষকদের সবজি চাষে উৎসাহ প্রদানে আমাদের মাঠ পর্যায়ে একটি প্রকল্প রয়েছে। তাছাড়া হাওরে কাঁচা মরিচের উৎপাদন কম হওয়ায় দাম একটু বেশি রয়েছে এখানে। বর্তমানে কৃষকেরা তাদের উৎপাদিত মরিচের দাম পাওয়ায় অনেকেই আগ্রহী হয়ে উঠেছে মরিচ চাষে।