মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ০৩:৫৩ পূর্বাহ্ন

শান্তিগঞ্জে কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের সাথে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময়

Reporter Name
  • আপডেট টাইম : বুধবার, ২১ ডিসেম্বর, ২০২২
  • ১৭০ বার

স্টাফ রিপোর্টার::

সুনামগঞ্জের জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরীর সাথে শান্তিগঞ্জ উপজেলার কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার(২১ ডিসেম্বর দুপুরে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মোহাম্মদ জাকির হোসেন , উপজেলা পরিষদের চেয়ারম্যান ফারুক আহমদ, উপজেলা নির্বাহী অফিসার আনোয়ার উজ জামান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রভাষক নূর হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান দুলন রানী তালুকদার, উপজেলা সহকারী কমিশনার(ভূমি) সকিনা আক্তার।

এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, জয়কলস ইউপি চেয়ারম্যান আব্দুল বাছিত সুজন, পাথারিয়া ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম, পূর্ব পাগলা ইউপি চেয়ারম্যান মাসুক মিয়া, পূর্ব বীরগাঁও ইউপি চেয়ারম্যান রাইজুল ইসলাম, পশ্চিম বীরগাঁও ইউপি চেয়ারম্যান লুৎফর রহমান জায়গীরদার খোকন, শিমুলবাক ইউপি চেয়ারম্যান শাহিনুর রহমান শাহিন, উপজেলা প্রকৌশলী আল নূর তারেক, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোফাজ্জল হোসেন, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সেলিম খান, সমবায় কর্মকর্তা মাসুদ আহমদ, সমাজসেবা কর্মকর্তা তাসলিমা আক্তার লিমা, খাদ্য নিয়ন্ত্রক ধীরাজ নন্দী, পরিবার পরিকল্পনা কর্মকর্তা শামীম চন্দ্র তালুকদার ও শান্তিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ছায়াদ হোসেন সবুজ সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও জনপ্রতিনিবৃন্দ প্রমুখ।

জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী বলেন, আমি নতুন এসেছি। সবার সহযোগিতা ও আন্তরিকতায় আমি এই জেলাকে উন্নয়ন অগ্রযাত্রায় এগিয়ে নিয়ে যেতে চাই। হাওরের ফসল রক্ষা বাঁধে যাতে সঠিকভাবে কাজ হয় এবং কোনভাবেই যাতে ফসলের ক্ষতি না হয় সেদিকে বিশেষ নজর রাখতে হবে। অপ্রয়োজনীয় কোন বাঁধে বরাদ্দ দেয়া হবে না। তিনি বলেন, আগামীর স্মার্ট বাংলাদেশ বিনির্মানে আমাদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। বিশেষ করে সুনামগঞ্জের শিক্ষার ক্ষেত্রে যা প্রয়োজন তাই করা হবে।

এর আগে শান্তিগঞ্জ থানা ভবন পরিদর্শন করেন জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী। এসময় তাকে স্বাগত জানান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) খালেদ চৌধুরী।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ