স্টাফ রিপোর্টার::
করোনার প্রকোপের কারণে দুই বছর স্থগিতের পর আবারো শুরু হচ্ছে পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান প্রবর্তিত শান্তিগঞ্জের ডুংরিয়া ঐতিহ্যবাহী এম এ মান্নান প্রাথমিক মেধাবৃত্তি পরীক্ষা। পরীক্ষাটি আগামী ৭ জানুয়ারি শনিবার অনুষ্ঠিত হবে। প্রতিবছরের ন্যায় এবারো ডুংরিয়া উত্তরণ ক্লাব ও ডুংরিয়া হাইস্কুল এন্ড কলেজের ব্যবস্থাপণায় বৃত্তি সফল করতে সকল প্রকার প্রস্তুতি নিচ্ছে। এম এ মান্নান প্রাথমিক মেধাবৃত্তি পরীক্ষায় জেলার শান্তিগঞ্জ, জগন্নাথপুর ও সুনামগঞ্জ সদরের বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করতে পারবে।
পরীক্ষার আবেদনপত্র ডুংরিয়া হাইস্কুল এন্ড কলেজের অফিস, শান্তিগঞ্জ বাজার আদর্শ লাইব্রেরী, পাগলা বাজারের ডাক্তার মনোজ পদ্মা হোমিও হল, পাঞ্জেরি লাইব্রেরি সুনামগঞ্জ, জগন্নাথপুরের আব্দুল কাদির সরকারি প্রাথমিক বিদ্যালয় ও পুষ্পা ডিজিটাল স্টোডিও ও নাদিরা ডিপার্টমেন্টাল স্টোর নোয়াখালী বাজার থেকে আবেদনপত্র সংগ্রহ করে ৩১ ডিসেম্বরের মধ্যে জমা দিতে হবে।
এ ব্যাপারে ডুংরিয়া উত্তরণ ক্লাবের সভাপতি মনিরুজ্জামান বারী সুজন ও সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম বলেন, করোনার প্রকোপের কারণে দুই বছর বন্ধ থাকার পর আবারো বৃত্তি পরীক্ষার আয়োজন করেছি আমরা৷ পরীক্ষা উপলক্ষে ব্যবস্থাপনার কোন ঘাটতি নেই। উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়েই আমরা বৃত্তি পরীক্ষা সম্পন্ন করবো। শিক্ষার্থীরা যাতে সুন্দর সুশৃঙ্খল পরিবেশে পরীক্ষা দিতে পারে আমরা সকল ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। এবং মাননীয় পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান এমপি মহোদয় ওইদিন পরীক্ষার কেন্দ্র পরিদর্শন করবেন।