স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় এবার এইচএসসি পরীক্ষায় পাসের হার ৬৭.৯২ শতাংশ এবং আলিমে পাসের হার ৬৫.২৮ শতাংশ।
এসএসসিতে উপজেলার চারটি কলেজের ৫৪৭ জন শিক্ষার্থী অংশ গ্রহন করে পাস করেছে ৩৫৫ জন। ফেল করেছে ১৯২ জন৷ জিপিএ-৫ বিহীন এই ফলাফলে উপজেলার শীর্ষে আছে ডুংরিয়া হাইস্কুল এন্ড কলেজ৷ পাসের হার ৮৫.১৯ শতাংশ। গত বছরও জিপিএ-৫ ও ফলাফলের শীর্ষে ছিল প্রতিষ্ঠানটি৷
মাদ্রাসা বোর্ডের অধীনে আলিম পরীক্ষায় ২টি মাদ্রাসার ৬৯ জন শিক্ষার্থীর মধ্যে পাস করেছে ৪৩ জন। ফেল করেছে ২৬ জন। এতে পাশের হার ৬৫.২৮ শতাংশ ।
ফলাফলের সত্যতা নিশ্চিত করে শান্তিগঞ্জ উপজেলা একাডেমিক সুপারভাইজার নুরে আলম সিদ্দিকী জানান, এবারের ফলাফল গতবারের চেয়ে খারাপ হয়েছে৷ আগামীতে ফলাফল ভালো করতে প্রতিষ্ঠানের পাশাপাশি আমরা মনিটরিং ব্যবস্থা জোরদার করবো৷