সোমবার, ০১ জুলাই ২০২৪, ০৩:০৬ পূর্বাহ্ন

শান্তিগঞ্জে ঋণ এবং আত্মকর্মসংস্থান কর্মসূচি বাস্তবায়ন ও মূল্যায়ন বিষযক কর্মশালা 

Reporter Name
  • আপডেট টাইম : শনিবার, ১ জুন, ২০২৪
  • ৩৬ বার
স্টাফ রিপোর্টারঃ স্মার্ট যুব সমৃদ্ধ দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে শান্তিগঞ্জে ঋণ এবং আত্মকর্মসংস্থান কর্মসূচি বাস্তবায়ন ও মূল্যায়ন বিষয়ক সিলেট বিভাগীয় কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১লা জুন) সকাল ৯.০০ ঘটিকায় শান্তিগঞ্জস্থ এফআইভিডিবি’র আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্রের হলরুমে ও উপ পরিচালকের কার্যালয় সুনামগঞ্জ যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যােগে দারিদ্র্য বিমোচন যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক শাহিনুর আলম এর পরিচলানায় ও  সুনামগঞ্জ জেলার অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোহাম্মদ  রেজাউল করিম এর সভাপতিত্বে  দিনব্যাপি এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় ভাচ্যাুযালি প্রধান অতিথির বক্তব্য রাখেন যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক (গ্রেড-১) ড. গাজী মো: সাইফুজ্জামান।
এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, যুব ও ক্রীড়া মন্ত্রনালয়ের যুগ্ম সচিব মোহা: লিয়াকত আলী, যুব উন্নয়ন অধিদপ্তরের পরিচালক (অর্থ)  মোঃ আব্দুর রেজ্জাক, দারিদ্র্য বিমোচন ও ঋণ বিভাগের পরিচালক এ কে এম মফিজুল ইসলাম, সুনামগঞ্জ জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ পরিচালক শাহনুর আলম। উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলার যুব প্রশিক্ষণ কেন্দ্রের ডেপুটি কো-অর্ডিনেটর শওকত ওসমান শামীম।  কর্মশালায় সার্বিক সহযোগিতায় ছিলেন সুনামগঞ্জ জেলা কম্পিউটার ইন্সট্রাকটর মো:  আলমগীর কবীর।
উক্ত কর্মশালায় সিলেট বিভাগের ৪ টি জেলা চট্টগ্রাম বিভাগের ২ টি জেলার ৬৫ টি উপজেলার  উপ পরিচালক, সহকারী পরিচালক এবং উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তাগণ অংশ গ্রহন করেন।
অনুষ্ঠানে পরবর্তী চলমান আদায়, ঋণ বিতরণ, কিস্তি খেলাপি ও ঋণ খেলাপি সহ চার গ্যাটাগরিতে সফল হওয়ায় কুমিল্লা, সিলেট এবং  বি-বাড়ীয়া জেলার অংশগ্রহণকারীদের হাতে শ্রেষ্ঠ জেলার পুরস্কার তুলে দেন অতিথিরা।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ