স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের শান্তিগঞ্জে সরকারিভাবে অভ্যন্তরীণ আমন ধান ও চাল সংগ্রহের উদ্বোধন করা হয়েছে।
বুধবার(৭ ডিসেম্বর) সকালে উপজেলা খাদ্যগুদামে ফিতা কেটে ধান-চাল ক্রয়ের শুভ উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা খন্দকার সুহাইল আহমদ, খাদ্য নিয়ন্ত্রক ধীরাজ নন্দী, এলএসডি বিউটন চক্রবর্তী, উপসহকারী কৃষি কর্মকর্তা উমায়েদ নূর, মিল মালিক জসিম উদ্দিন , শান্তিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ছায়াদ হোসেন সবুজ ও সাংগঠনিক সম্পাদক নিতাই দাস প্রমুখ।
উপজেলা খাদ্য নিয়ন্ত্রক জানান, এবার খাদ্য গুদামে ২৮ টাকা কেজি দরে ৯৯ মেট্রিকটন আমন ধান এবং ৪২ টাকা কেজি দরে ৩৫১ মেট্রিকটন সিদ্ধ চাল সংগ্রহ করা হবে। পাশাপাশি উন্মুক্ত পদ্ধতিতে জনপ্রতি ৩ মেটিকটন করে ধান সংগ্রহ করবে সরকার।