স্টাফ রিপোর্টারঃ সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার জয়কলস ইউনিয়নের ফতেপুর, মির্জাপুর, নারায়ণপুর গাগলী ও আলমপুর গ্রামের বন্যায় দুর্গতদের মধ্যে ত্রাণ বিতরণ করা হয়েছে।
বুধবার(৬ জুলাই) দিনব্যাপী নারায়ণপুর গ্রামে পেনি এ্যাপেল, ইউনাইটেড পারপাস এবং আইডিয়ার উদ্যোগে এ ত্রাণ বিতরণ করা হয়।
এসময় আইডিয়ার নির্বাহী পরিচালক নজমুল হক, পেনি এ্যাপেল ও ইউনাইটেড পারপাসের কর্মকর্তাবৃন্দ, জয়কলস ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল বাছিত সুজন, ইউপি সদস্য ছুরাব মিয়া, আইডিয়া প্রতিনিধি, সুদীপ্ত চৌধুরী, জুবায়ের আহমদ, মোঃ তারেক আহমদ, শ্রীকান্ত বৈদ্য, সালেহ আহমদ, বেলাল, আহমদ, সুজিত কুমার দাস, আজিজুর রহমান, শান্তিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি সামিউল কবির ও সহসভাপতি আবু সাঈদ উপস্থিত ছিলেন।
বন্যা দুর্গত ২৩০টি পরিবারে মাঝে জনপ্রতি ২৫ কেজি চাল, ২ কেজি ডাল, ১কেজি লবণ,২লিটার তেল, ১কেজি ময়দা, ১কেজি চিনি, ২প্যাকেট বিস্কুট, ৩ প্যাকেট মোমবাতি, ১ বক্স ম্যাচ, ১ বক্স স্যালাইন, ২টি লাইফবয় সাবান,২ টি বল সাবান ১০ পাতা পানি জীবানুমুক্তকরণ ট্যাবলেট এবং ঢাকনাসহ ২০ লিটার বালতি প্রদান করা হয়।