স্টাফ রিপোর্টারঃ সুনামগঞ্জের শান্তিগঞ্জে আনুষ্ঠানিকভাবে অভ্যন্তরীণ আমন ধান ও চাল সংগ্রহ শুরু হয়েছে। সোমবার (৪ ডিসেম্বর) সকালে শান্তিগঞ্জ খাদ্য গুদাম প্রাঙ্গণে আমন ধান ও চাল সংগ্রহের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) সুকান্ত সাহা৷
জানা যায়, শান্তিগঞ্জ এলএসডিতে ৩ হাজার ৩২ মেট্রিকটন আতপ চাল, ২৭২ মেট্রিকটন সিদ্ধ চাল ও ৬৪ মেট্রিকটন ধান সংগ্রহ করা হবে৷ প্রতি কেজি আতপ চাল ৪৩ টাকা, সিদ্ধ চাল ৪৪ টাকা ও ধান ৩০ টাকা দরে কৃষক ও মিলারদের কাছ থেকে কেনা হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান দুলন রানী তালুকদার, উপজেলা কৃষি কর্মকর্তা খন্দকার সোহায়েল আহমদ, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক খন্দকার মুনতাসীর মামুন, উপজেলা এলএসডি ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহিনুর রেজা, শান্তিগঞ্জ উপজেলা মিল মালিক সমিতির উপদেষ্টা মুজিবুর রহমান, সভাপতি মোঃ জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক মোঃ জসিম উদ্দিন, শান্তিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি সামিউল কবির, সহ-সভাপতি মো: নুরুল হক ও সাংগঠনিক সম্পাদক নিতাই দাস প্রমুখ।