মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ০২:৩৫ অপরাহ্ন

স্লোগানে স্লোগানে শান্তিগঞ্জের রাজপথ কাঁপালো আওয়ামীলীগ

Reporter Name
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৮ সেপ্টেম্বর, ২০২২
  • ১৭৩ বার

স্টাফ রিপোর্টার::

শান্তিগঞ্জের  রাজপথে শক্তি প্রদর্শন করেছে ক্ষমতাসীন রাজনৈতিক দল আওয়ামী লীগ। বিএনপি-জামায়াত ‘অপশক্তির’ বিরুদ্ধে বিক্ষোভ মিছিলে রাজপথ কাঁপিয়েছে তারা।

বৃহস্পতিবার(৮ সেপ্টেম্বর) সকালে পরিকল্পনামন্ত্রীর নির্দেশে মন্ত্রীর একান্ত রাজনৈতিক সচিব হাসনাত হোসেনের নেতৃত্বে বিক্ষোভ মিছিল করে স্লোগানে স্লোগানে শান্তিগঞ্জের রাজপথ প্রকম্পিত করেছে আওয়ামীলীগ অঙ্গ ও সহযোগী সংগঠনের হাজারো নেতাকর্মীরা। নেতাকর্মীদের আগমনে শান্তিগঞ্জের রাজপথ দখলে নিয়েছে আওয়ামীলীগ।  বিক্ষোভ মিছিলের পর সংক্ষিপ্ত পথসভা ও দিনব্যাপী অবস্থান কর্মসূচির ঘোষণা দেন নেতাকর্মীরা।

 

পথসভায় শান্তিগঞ্জ আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি হাজী তহুর আলীর সভাপতিত্বে ও জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম শিপনের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন পরিকল্পনামন্ত্রীর একান্ত রাজনৈতিক সচিব হাসনাত হোসেন। প্রধান বক্তার বক্তব্য রাখেন শান্তিগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রভাষক নূর হোসেন।

 

এসময় বক্তব্য রাখেন  উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও সাবেক চেয়ারম্যান রফিক খান, শফিকুল ইসলাম,জয়কলস ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল বাছিত সুজন, পাথারিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শহীদুল ইসলাম, শিমুল বাক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শাহীনুর রহমান শাহীন,সাবেক চেয়ারম্যান মনির উদ্দিন, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান সিতাংশু শেখর ধর,আওয়ামী লীগ নেতা জ্যেতি ভুষন তালুকদার জন্টু,আসাদুর রহমান আসাদ, তেরাব আলী,এনামুল  কবির, জেলা কৃষকলীগের সদস্য মাসুক মিয়া, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান সুজন।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবাব মিয়া, আওয়ামী লীগ  নেতা  শাহিন আহমেদ, নিজাম উদ্দিন, সমুজ আলী, উপজেলা যুবলীগের সাবেক আহ্বায়ক সেলিম রেজা,সহ সভাপতি রিপন তালুকদার,জুবেল আহমেদ, সাংগঠনিক সম্পাদক শাহীনুর রহমান,কষকলীগের যুগ্ম আহ্বায়ক আব্দুল গনি ভান্ডারী, মাজহারুল ইসলাম মঈনুল,উপজেলা যুবলীগের শিক্ষা ও পাঠচক্র  বিষয়ক সম্পাদক শহীদ মিয়া, পুর্ব পাগলা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফয়জুল করিম,প্রজন্ম লীগের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম অমিত, যুবলীগ নেতা মাহবুব আলম রুবেল,আফরোজ মিয়া,জুসেন আহমেদ, আবু খালেদ চৌধুরী রুবেল, উপজেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক মনসুর আলম সুজন, সাধারণ সম্পাদক ইমরান হোসেন তালুকদার,সাবেক সহ সভাপতি হাবিবুর রহমান হাবিব, জেলা ছাত্রলীগের উপ সাংস্কৃতিক সম্পাদক জুয়েল দাস, সহ সম্পাদম জাহিদুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহবায়ক জুনায়েদ হোসেন জাবেদ, উপজেলা ছাত্রলীগের সভাপতি ছদরুল ইসলাম, সহ সভাপতি দিলন আহমেদ, আল মাহমুদ সুহেল, সমীরণ দাস সুবির, নিতাই দাস, যুগ্ম সাধারণ সম্পাদক তোফায়েল আহমেদ,সাংগঠনিক সম্পাদক রায়হান কবির, সাইফুর রহমান মুয়াজ প্রমুখ।

বিক্ষোভ মিছিল ও পথসভায় ‘শেখ হাসিন ভয় নাই, রাজপথ ছাড়ি নাই। মান্নান ভাই ভয় নাই, রাজপথ ছাড়ি নাই। ডাক দিয়েছে হাসনাত ভাই, ঘরে থাকার সময় নাই। আয় তারেক দেখে যা, শেখ হাসিনার কাফেলা’ নানান স্লোগানে প্রকম্পিত হয় শান্তিগঞ্জের রাজপথ।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ