স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার পাথারিয়া ইউনিয়নের তেহকিয়া ও কুমড়িয়াইল গ্রামের মধ্যবর্তী রাজঘড়ি বিলে জলজ বৃক্ষরোপণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।
সোমবার(৬ মার্চ) দুপুরে হাওর অঞ্চলের অবকাঠামো ও জীবনমান উন্নয়ন প্রকল্প(হিলিপ) এলজিইডির আয়োজনে রাজঘড়ি বিলে দুই হাজার হিজল-করচ বৃক্ষরোপণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন শান্তিগঞ্জ উপজেলার ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার সকিনা আক্তার৷
বৃক্ষরোপণ কার্যক্রমে এসময় উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা খন্দকার সুহাইল আহমদ, পাথারিয়া ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম, হিলিপের মিজানুর রহমান, আব্দুর রাজ্জাক, বিলের ইজারাদার নূর আলম, সদস্য মানিক মিয়া, আব্দুল আউয়াল, আব্দুল হাই, মজিদ মিয়া, সফর আলী, আব্দুল মজিদ, সামছুল ইসলাম, হুসেন মিয়া ও আব্দুল বারিক প্রমুখ৷