সোমবার, ০৭ অক্টোবর ২০২৪, ০৩:২৬ পূর্বাহ্ন

শান্তিগঞ্জের মেয়ে নাবিলা ঢাবিতে মাস্টার্স পরীক্ষায় প্রথম শ্রেণিতে প্রথম

Reporter Name
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৭ ডিসেম্বর, ২০২১
  • ৩৭৯ বার
দক্ষিণ সুনামগঞ্জ২৪ ডেস্কঃ ঢাকা বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন অধ্যয়ন বিভাগে এবারের স্নাতকোত্তরের ফলাফলে প্রথম শ্রেণিতে প্রথম স্থান অর্জন করেছেন সুনামগঞ্জের মেয়ে হুমায়রা আঞ্জুমী নাবিলা।

সোমবার (৬ ডিসেম্বর) বিভাগটির স্নাতকোত্তরের চূড়ান্ত  ফলাফল প্রকাশিত হয়েছে। নাবিলা সিজিপিএ ৪.০ স্কেলে ৩.৯১ পেয়ে প্রথম শ্রেণিতে প্রথম হন। এর আগে স্নাতকের ফলাফলেও প্রথম শ্রেণিতে দ্বিতীয় হন তিনি।

হুমায়রা আঞ্জুমী নাবিলা জেলা আওয়ামীলীগ নেতা সিরাজুর রহমান সিরাজের একমাত্র কন্যা। তিনি শান্তিগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী ডুংরিয়া গ্রামের স্থায়ী বাসিন্দা। বর্তমানে তারা সুনামগঞ্জ শহরের হাসননগরের পূরবী আবাসিক এলাকায় বসবাস করছেন।

২০১৫-১৬ সেশনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন অধ্যয়ন বিভাগে ভর্তি হন নাবিলা। এর আগে তিনি সরকারি এসসি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক ও সুনামগঞ্জ সরকারি কলেজের মানবিক বিভাগ থেকে উচ্চমাধ্যমিক সম্পন্ন করেন। উচ্চমাধ্যমিকের ফলাফলে সিলেট বোর্ডের মেধাতালিকা ভিত্তিক বৃত্তিতে দশম স্থান লাভ করেন তিনি।

বর্তমানে ‘রিসার্চ অ্যান্ড পলিসি ইন্টেগ্রেশন ফর ডেভলপমেন্ট’ নামের একটি সংস্থায় গবেষণা সহকারী হিসেবে কর্মরত আছেন এই মেধাবী তরুণী। ভবিষ্যতে শিক্ষকতা ও গবেষণায় কাজ করতে চান। শিক্ষা ও স্বাস্থ্যের পাশাপাশি পাবলিক পলিসি সেক্টরে গবেষক হিসেবে কাজ করার ভাবনা তার।
স্নাতকোত্তরে মেজর স্ট্রিম হিসেবে পাবলিক পলিসি নিয়ে কাজ করেছেন। আর ভবিষ্যতে উচ্চশিক্ষায় বিদেশে যেতে আগ্রহী তিনি।

স্নাতকোত্তরে সর্বোচ্চ ফলাফলের জন্য হুমায়রা আঞ্জুমী নাবিলা ঢাবির উন্নয়ন অধ্যয়ন বিভাগের শিক্ষক ও সহপাঠীবৃন্দ সহ পরিবারের সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।

সুত্রঃ সুনামগঞ্জ মিরর

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ