স্টাফ রিপোর্টার::
শান্তিগঞ্জের পাথারিয়া ইউনিয়নে এফআইভিডিবি আরইসিসি প্রকল্পের সহযোগিতায় ওয়ার্ড সভা অনুষ্ঠিত হয়েছে। ১৬ মে বৃহস্পতিবার পাথারিয়া ইউনিয়ন পরিষদের ১ নং ওয়ার্ডের আয়োজনে ওয়ার্ড সভা অনুষ্ঠিত হয়। এফআইভিডিবি—আরইসিসি প্রকল্পের সহযোগিতায় ওয়ার্ডের তালুকগাঁও গ্রামে অনুষ্ঠিত এই ওয়ার্ডসভায় উপস্থিত ছিলেন সংশ্লিষ্ট ওয়ার্ড মেম্বার মো. আব্দুর রাজ্জাক, ওয়ার্ডের কর্মএলাকাধীন তালুকগাঁও ও পাথারিয়া গ্রামের জলবায়ু ঝুকি ব্যবস্থাপনা কমিটি (সিআরএমসি)Ñএর সদস্যবৃন্দ এবং সর্বস্তরের জনগণ। এছাড়াও উপস্থিত ছিলেন এফআইভিডিবি—আরইসিসি প্রকল্পের টেকনিক্যাল স্পেশালিস্ট—কমুনিকেশন এন্ড এ্যাডভোকেসী এবং ফিল্ড অফিসার। এফআইভিডিবি—আরইসিসি প্রকল্পের পক্ষ থেকে গ্রাম পর্যায়ের জলবায়ু ঝঁুকি ব্যবস্থাপনা কমিটি কর্তৃক দুর্যোগ সম্পর্কিত সমস্যা চিহ্নিতকরণসহ ওয়ার্ডের কর্মএলাকাধীন তালুকগাঁও ও পাথারিয়া গ্রামের জলবায়ু পরিবর্তন এর কারণে সৃষ্ট ঝুঁকি মোকাবেলা সংক্রান্ত কর্মপরিকল্পনা উপস্থাপন করা হয়। সভায় জানানো হয় যে এফআইভিডিবি—আরইসিসি প্রকল্পের সামগ্রিক উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশ গ্রামীণ জনগোষ্ঠির কৃষি, খাদ্য সুরক্ষা এবং জীবিকার উপর জলবায়ু পরিবর্তনের প্রভাবগুলিতে সহনশীলতা বৃদ্ধি করা। এসব কার্যক্রমের অংশ হিসেবে কর্মএলাকায় গ্রামভিত্তিক দুর্যোগ ঝুঁকি ব্যবস্থাপনা কমিটি গঠন করা হয়েছে যারা তাদের গ্রাম পর্যায়ের ঝঁুকিসমূহ শনাক্ত করে ওয়ার্ড পর্যায়ে ওয়ার্ড সভায় উপস্থাপন করেছে। উন্মুক্ত আলোচনার মাধ্যমে জনগণের সামগ্রিক সমস্যাসমূহ মেম্বার লিখে নেন এবং এলাকার অগ্রাধিকার ভিত্তিতে তা গ্রহণ করেন। এতে করে ইউনিয়ন পরিষদের পরিকল্পনা প্রণয়ন প্রক্রিয়ায় তৃণমূল জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও ইউপির পরিকল্পনায় জনগণের মতামত নিশ্চিত হয়েছে। ওয়ার্ড মেম্বার তার বক্তব্যে এফআইভিডিবি হাওড় এলাকার জনগোষ্ঠীর জন্য জলবায়ু ঝুকি ব্যবস্থাপনা, জৈব পদ্ধতিতে চাষাবাদসহ বিভিন্ন কার্যক্রমের প্রশংসা করেন। আগামীতে এধরনের কর্মশালার উদ্যোগ স্থানীয় সরকার কাঠামোতে সচেতনতামূলক ইতিবাচক প্রভাব ফেলবে বলে সকলে আশা করেন। পরিশেষে সভায় সহযোগিতার জন্য এফআইভিডিবিকে ধন্যবাদ জানানো হয়।
শান্তিগঞ্জ ১৭.০৫.২৪