স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের শান্তিগঞ্জে বিশিষ্ঠ দানবীর ও শিক্ষানুরাগী আলহাজ্ব বশির আহমদ ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত, দারুল ক্বিরাত মজিদিয়া ফুলতলী ট্রাষ্ট কর্তৃক অনুমোদিত শাখা কেন্দ্র আমরিয়া ইসলামিয়া আলিম মাদরাসায় জামাতে সুরা হতে খামিছ পর্যন্ত শিক্ষার্থীদের কোর্স সমাপনী উপলক্ষে বিদায়ী অনুষ্ঠান, পুরস্কার বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
সোমবার(৮ এপ্রিল) দুপুরে আমরিয়া মাদ্রাসায় অনুষ্ঠিত সভার সভাপতিত্ব করেন দারুল ক্বিরাতের ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ নাজমুল হুসাইন। সভায় বক্তব্য দেন আশিক ইব্রাহিম, অত্র কেন্দ্রের নাজিম মোঃ মুহিবুর রহমান, সহক্বারী মোঃ কছির আলী, মোঃ তাজুল ইসলাম,
মিলাদ শরীফ ও দোয়া পরিচালনা করেন অত্র কেন্দ্রের প্রধান ক্বারী হাফিজ সাদিকুর রহমান। পরিশেষে উত্তীর্ণ শিক্ষার্থীদের মাঝে পুরুষ্কার প্রদান করা হয়। এরপর বশির আহমদের পক্ষ থেকে ৪ শত জন রাবে এবং খামিছ পরীক্ষার্থীদের মাঝে ইফতার বিতরণ করা হয়।
উল্লেখ্য, বিগত ৩২ বছর যাবৎ একক অর্থায়নে পরিচালনা করে আসছেন বিশিষ্ট দানবীর শিক্ষানুরাগী সমাজসেবক যুক্তরাজ্য প্রবাসী আলহাজ বশির আহমদ। এছাড়াও হলদারকান্দি,মনিরজ্ঞাতি,সাদিপুর, ৮ নং দোয়ারা বাজার ইউনিয়ন রাখালকান্দি দারুল কিরাতের সেন্টারগুলো আর্থিক অনুদান দিয়ে পরিচালনা করে আসছেন।