মাবুদের রহমত সরূপ! শবে-বরাত,
যে রাতে প্রসারীত থাকে, দয়াময়ের হাত।
ঐ রাতে আল্লাতাআলা, নেমে আসেন নিম্ন আকাশে!
সু-সংবাদ দিতে, প্রিয় বান্দা যারা পেতে চায় পাশে ।
যে-বা চাইতে পারে, চাওয়ার মত ক্ষমা!
মাফি পাবে আছে যত, গুনাহ্ গুলি জমা।
গুনাহের ভয়ে! নিরবে ফেলা, একফোটা চুখের পানি,
গোটা পৃথিবীর চেয়েও দামী, দয়াময়ের বাণী।
শবে-বরাতে হবে, রহমতের বর্ষণ !!
অংশীদার হতে এবাদতে চাই অংশগ্রহণ।
প্রলোভনে শয়তানের, যদি না হই রোমাঞ্চিত !!
খোদা-তাআলার দয়া থেকেও, হব না বঞ্চিত।
শবে-বরাতের ফজিলত, সবাই যেন পাই,
সবার তরে -এমন করে, দোয়া রেখে যাই।
ফয়ছল আহমদ, প্রভাষক- ডুংরিয়া হাই স্কুল এন্ড কলেজ।