বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ০৫:৩৩ পূর্বাহ্ন

বিপিএলে শনিবার থেকে পাওয়া যাবে আলট্রা এজ প্রযুক্তি

Reporter Name
  • আপডেট টাইম : শুক্রবার, ১১ জানুয়ারী, ২০১৯
  • ২২২ বার

স্পোর্টস ডেস্ক:: ডিআরএস বা ডিসিশন রিভিউ সিস্টেম- যার ব্যবহারের মাধ্যমে খেলোয়াড়রা আম্পায়ারের সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য আবেদন করতে পারেন। কিন্তু সেই ডিআরএস বা ডিসিশন রিভিউ সিস্টেম নিয়ে দেশের ক্রিকেটে জলঘোলা কম হচ্ছে না। বিপিএলে প্রথমবারের মত ক্রিকেটের অত্যাধুনিক এই পদ্ধতি নিয়ে আসা হলেও আলট্রা এজ প্রযুক্তির অভাবে ঠিকমতো কার্যকর হচ্ছে না ডিআরএসের ব্যবহার।

তবে আলট্রা এজের প্রয়োজনীয়তা অনুভব করে বিপিএল গভর্নিং কাউন্সিল আগেই জানিয়েছিল, শীঘ্রই আসছে ডিআরএসের প্রয়োজনীয় সব যন্ত্রপাতি। এবার জানা গেছে, আগামী শনিবার থেকেই ডিআরএসের সব প্রযুক্তি ব্যবহার করা হবে চলমান বিপিএলে। এমনটি জানিয়েছেন খোদ বিসিবি পরিচালক ও বিপিএল গভর্নিং কাউন্সিলের টেকনিক্যাল কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস। সম্প্রতি জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে এক টুইট বার্তায় তিনি এমনটি জানান। জালাল ইউনুস বলেন, ‘বিপিএলের সমস্ত দর্শকদের জন্য টুর্নামেন্টের ষষ্ঠ আসরে টেলিভিশনের সম্প্রচারের ক্ষেত্রে আলট্রাএজ প্রযুক্তির সমস্যার সমাধান করা হয়েছে। আগামী শনিবার থেকে এর সুবিধা পাওয়া যাবে।’ এবারের বিপিএলে আলোচনার বড় অংশ হয়ে উঠেছে এই ডিআরএস। প্রথমবারের মত বিপিএলে ডিআরএসের ব্যবহার বা প্রচলন করা হলেও আলট্রা এজ প্রযুক্তির অভাবে অনেকটা অনুমান করেই সিদ্ধান্ত জানাতে হচ্ছে তৃতীয় আম্পায়ারদের। এতে খেলার সৌন্দর্য একটু হলেও লোপ পাচ্ছে, একইসাথে কিছুটা নিন্দাও কুড়চ্ছে দেশের সবচেয়ে জনপ্রিয় ঘরোয়া ক্রিকেট আসরটি।

বিপিএল গভর্নিং কাউন্সিলের টেকনিক্যাল কমিটির প্রধানের কথা অনুযায়ী আগামী শনিবার থেকেই দেখা যাবে আলট্রা এজ প্রযুক্তির ব্যবহার। সেক্ষেত্রে ১২ জানুয়ারি দুপুর সাড়ে ১২টায় চিটাগাং ভাইকিংস ও খুলনা টাইটান্সের মধ্যকার ম্যাচটিই পেতে পারে প্রথমবারের মত বিপিএলে পূর্ণাঙ্গ ডিসিশন রিভিউ সিস্টেমের ছোঁয়া।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ