বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪, ০৩:৪০ পূর্বাহ্ন

শততম ম্যাচেও কোহলির লজ্জা!

Reporter Name
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৪ এপ্রিল, ২০১৯
  • ২৪৯ বার

স্পোর্টস ডেস্ক::
বর্তমান সময়ের অন্যতম সেরা ব্যাটসম্যান বিরাট কোহলি। জাতীয় দলে অভিষেকের পর থেকেএকের পর এক রেকর্ড গড়ে যাচ্ছেন ভারতীয় এ অধিনায়ক।
আগামীর শচীন টেন্ডুলকার হিসেবেই ভাবা হয় বিরাট কোহলিকে। জাতীয় দলে দুর্দান্ত পারফর্ম করে যাওয়া কোহলি, ব্যর্থ চলতি আইপিএলে। ব্যক্তিগতভাবে ব্যাটিংয়ে ব্যর্থ হওয়ার পাপাশি নেতৃত্বগুণেও প্রশংসা কুড়াতে পারছেন না ভারত সেরা এ ক্রিকেটার।
আইপিএলের চলতি আসরে হেরেই যাচ্ছে কোহলির নেতৃত্বাধীন রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর।
মঙ্গলবার রাজস্থান রয়েলসেরর বিপক্ষেঅধিনায়ক হিসেবে শততম ম্যাচ খেলেন বিরাট কোহলি। কিন্তু অধিনায়ক হিসেবে রেকর্ড গড়া ম্যাচে ৭ উইকেটে হেরে যায় কোহলির নেতৃত্বাধীন ব্যাঙ্গালুরু।
চলতি আইপিএলের উদ্বোধনী ম্যাচে মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বাধীন চেন্নাই ‍সুপার কিংসের বিপক্ষে মাত্র ৭০ রান করে ৭ উইকেটে হেরে যায় ব্যাঙ্গালুরু।
নিজেদের দ্বিতীয় ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে ১৮৮ রানের টার্গেট তাড়া করতে নেমে গুটিয়ে যায় ১৮১ রানে। তৃতীয় ম্যাচে হায়দরাবাদের বিপক্ষে ২৩২ রানের পাহাড় ঠেলতে নেমে ১১৩ রানে অলআউট কোহলির নেতৃত্বাধীন দলটি।
তবেআইপিএলের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ রানের মালিক কোহলি।১৬৭ ম্যাচ ৫ হাজার ২৬ রান করেন কোহলি। প্রথম স্থানে থাকা সুরেশ রায়নার সংগ্রহ ১৮০ ম্যাচে ৫ হাজার ৭০ রান।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ