বৃহস্পতিবার, ১০ অক্টোবর ২০২৪, ০৪:১৯ পূর্বাহ্ন

ল্যাব থেকে এসেছে করোনাভাইরাস, এবার ভারতীয় মন্ত্রীর দাবি

Reporter Name
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৪ মে, ২০২০
  • ২১৯ বার

অনলাইন ডেস্কঃ   
প্রকৃতি থেকে নয়, ল্যাব থেকে এসেছে করোনাভাইরাস। এমনটাই দাবি করেছেন ভারতের কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গডকড়ি।
এই প্রথম ভারতের কেন্দ্রীয় সরকারের কোনও সিনিয়র মন্ত্রী করোনাভাইরাসের উত্পত্তি নিয়ে মতামত রাখলেন।
নীতিন গডকড়ি বলেন, কীভাবে ভাইরাসের সঙ্গে থাকতে হবে, সেটা বোঝা দরকার। এটা অত্যন্ত প্রয়োজনীয়; কারণ এটি প্রাকৃতিক ভাইরাস নয়।
তিনি দাবি করেন, করোনাভাইরাস কৃ্ত্রিম ও ভ্যাক্সিনের জন্যসারা বিশ্বে রিসার্চ চলছে।
গডকড়ি জানান, তিনি আত্মবিশ্বাসী যে, ভারতসহ বিভিন্ন দেশ করোনা মোকাবেলার জন্য প্রস্তুত।
তবে এই সমস্যা সম্পূর্ণ নির্মূল করতে গেলে যে প্রতিষেধক খুবই জরুরি সে কথাও বলেন তিনি।
প্রসঙ্গত, চীনের দাবি, উহানের পশু বাজার থেকে ছড়িয়েছে এই ভাইরাস। কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রসহ অন্যান্য অনেক দেশ বলেছে যে ওই বাজার সংলগ্ন ল্যাব থেকেই ভাইরাসের জন্ম। তবে এখনও নির্দিষ্ট কোনও প্রমাণ কেউ দেখাতে পারেনি তাদের দাবির স্বপক্ষে।
সূত্র : হিন্দুস্তান টাইমস

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ