মিজানুর রহমান রুমান:: মানুষের মৌলিক অধিকারের মধ্যে শিক্ষা অত্যন্ত গুরুত্ববহ। লেখাপড়া করে পুলিশ অফিসার হতে চায় মোঃ আরিফ মিয়া (১০)। তার বাবার নাম মঙ্গল আলী, মায়ের নাম রাবিয়া বেগম। তার দাদার বাড়ি ব্রাম্মণবাড়িয়া জেলার বিশ্বরোড এলাকায়। সে শহরের বাঁধনপাড়া এলাকায় বাবা মায়ের সাথে বসবাস করছে। তার বাবা একজন দিন মজুর ও মা ঝিয়ের কাজ করে অত্যান্ত দু:খ কষ্টের মধ্যে জীবিকার নির্বাহ করে আসছে। আরিফ শহরের পৌর বিপনী মার্কেটে বাচ্চু মিয়ার চায়ের দোকানে কাজ করে।
তিন ভাইয়ের মধ্যে আরিফ ২য়। তার বড় ভাই আরফাত মিয়া সিলেট হযরত শামী হাফিজিয়া মাদরাসায় লেখাপড়া করছে। অভাবের সংসারে মঙ্গল আলী আরিফের ছোট ভাই তারিফ মিয়াকে দত্তক দিয়ে দেন তার মামার কাছে। আরিফের মায়ের সাথে তার বাবার ১ বছর পূর্বে ডিভোর্স হওয়ার পর বর্তমানে সে বাঁধনপাড়ায় সৎ মায়ের সাথেই আছে। তবে আরিফ জানায়, তার সৎ মা তাকে কোন দিন তার মায়ের অভাব বুঝতে দেয়নি। সে কিছু দিন ব্রাম্মণবাড়িয়ার একটি প্রাইমারী স্কুলে ১ম শ্রেণীতে লেখাপড়া করলেও তার বাবা মায়ের অবহেলা ও দায়িত্বহীনতার কারনে সে প্রবল ইচ্ছা থাকা সত্ত্বেও বঞ্চিত হয় লেখাপড়া থেকে।
আরিফ আকুতিভরা কন্ঠে জানায়, আমি আর চায়ের দোকানে কাজ করতে চাইনা। আমি লেখাপড়া করতে চাই। আমি মানুষের মত মানুষ হতে চাই। সে পুলিশ অফিসার হয়ে মানুষের সেবা করতে চায়। আরিফের এমন আকুতিতে সমাজের বিত্তবান ও শিক্ষানুরাগীদের একটু সহাসুভূতি ও সহযোগিতার হাত বাড়িয়ে দিলে সহজেই হতে পারে তার স্বপ্ন পুরণ। একজন আরিফের ইচ্ছাকে পূরণ করতে রাষ্ট্র ও সমাজের কিছুটা দায়বদ্ধতা আছে কি?