সোমবার, ০৭ অক্টোবর ২০২৪, ১১:২৪ অপরাহ্ন

লাদাখে এলাকা দখল নিয়ে পাল্টাপাল্টি অবস্থানে চীন-ভারত

Reporter Name
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২০
  • ১৯১ বার

আন্তর্জাতিক ডেস্কঃ  চীনের সঙ্গে সংঘর্ষে ভারতের বিশেষ বাহিনীর এক সদস্য নিহত হওয়ার পর লাদাখ সীমান্তে উত্তেজনা বাড়ছে। সীমান্তে ফের মুখোমুখি অবস্থানে চীনা ও ভারতীয় সেনারা।

আনন্দবাজার পত্রিকা জানিয়েছে, প্যাংগং লেকের উত্তরে প্রকৃত নিয়ন্ত্রণরেখায় সেনা বিন্যাসে কিছু পরিবর্তন ঘটিয়েছে ভারত। এ ছাড়া লেকের দক্ষিণ প্রান্তের একাধিক স্থানে বাড়তি সেনা মোতায়েন করা হয়েছে।

ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, গত শনিবার চীনা সেনাবাহিনী বিনা প্ররোচনায় প্যাংগং লেকের দক্ষিণ প্রান্তের স্থিতাবস্থা বদলে দেয়ার চেষ্টা করেছিল। গতকাল রাতেও তারা প্রকৃত নিয়ন্ত্রণরেখায় ভারতের দিকের চুমার এলাকায় অনুপ্রবেশের চেষ্টা করে।

চীনা সেনাদের লাগাতার এমন চেষ্টার পরিপ্রেক্ষিতেই প্যাংগং লেকের উত্তর ও দক্ষিণ প্রান্তে সেনা বিন্যাসে বদল ঘটানো হয়েছে।

সেনাবাহিনীর এমন অবস্থান বদলে জল্পনা ছড়ায় প্যাংগং লেকের উত্তর ঘেঁষে থাকা ফিঙ্গার ফোরের দখল নিয়েছে ভারতীয় সেনা।

পরে সেনা সূত্রে জানানো হয়, ফিঙ্গার ফোরের দখল নেয়া নিয়ে যে জল্পনা ছড়িয়েছে, তা ঠিক নয়। তবে সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে প্যাংগং লেকের উত্তর প্রান্তে প্রকৃত নিয়ন্ত্রণরেখায় সেনা বিন্যাসে কিছু পরিবর্তন আনা হয়েছে।

সেনা সূত্রে জানানো হয়েছে, প্যাংগং লেকের উত্তর প্রান্তের পরে গত দুদিনে দক্ষিণ প্রান্তে চীনা সেনাদের জমি দখলের চেষ্টা করতে দেখে রেজাং লা এবং রেচিন লা এলাকায় অতিরিক্ত সেনা মোতায়েন করেছে ভারত।

এ ছাড়া চুসুলের কাছে চীনা সেনাদের মুখোমুখি টি-৯০ ট্যাংক নিয়েও অবস্থান নিয়েছে ভারতীয় বাহিনী।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ