শুক্রবার, ১১ অক্টোবর ২০২৪, ০৪:৩৩ পূর্বাহ্ন

লকডাউন বাড়ানোয় নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রীর বিরুদ্ধে মামলা

Reporter Name
  • আপডেট টাইম : রবিবার, ১৯ এপ্রিল, ২০২০
  • ২১৭ বার

দক্ষিণ সুনামগঞ্জ২৪ ডেস্কঃ   
প্রাণঘাতী করোনাভাইরাসের বিস্তার রোধে কঠোর লকডাউনের সিদ্ধান্ত নেয়ায় নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জাসিন্দা আরডার্নের বিরুদ্ধে মামলা করা হয়েছে।
অবৈধভাবে ঘরে আটকে রাখা হচ্ছে অভিযোগ করে দেশটির এক আদালতে তার বিরুদ্ধে একাধিক মামলা দায়ের করা হয়।
গত বৃহস্পতিবার অকল্যান্ড হাইকোর্টে প্রধানমন্ত্রী জাসিন্দার বিরুদ্ধে দুটি মামলা করা হয়েছে বলে নিউজিল্যান্ড হেরাল্ডের বরাতে আনদোলু এজেন্সি জানিয়েছে।
মামলার যুক্তিতে মামলাকারী ওই দুই ব্যক্তি বলেছেন, দেশে করোনায় মৃত্যুর হারের তুলনায় ‘লেভেল ফোর’যে লকডাউন দেয়া হয়েছে সেটি অর্থনীতির জন্য ব্যাপক ক্ষতির কারণ হবে। এ পদক্ষেপ অর্থনীতির জন্য উপযুক্ত নয়। তাদের অবৈধভাবে ঘরে আটকে রাখা হচ্ছে বলেও অভিযোগ করেন তারা।
অভিযোগে তারা আরও বলেন, প্রধানমন্ত্রী জাসিন্দা আরডার্ন রাজনৈতিক ফায়দার জন্য দেশের ওপর বিভিন্ন ধরনের কঠোর বিধিনিষেধ আরোপ করেছেন।
তবে এসব অভিযোগ অস্বীকার করে জাসিন্দার আইনজীবী অস্টিন পাওয়েল তার যুক্তিতে বলেন, ভাইরাসের বিস্তাররোধে যে বিধিনিষেধ আরোপ করা হয়েছে সেটি আটকের মতো নয়।
বিশ্বের সবচেয়ে কঠোর লকডাউনের বিধিনিষেধ আরোপ করা দেশগুলোর একটি নিউজিল্যান্ড। বৈশ্বিক ও দেশীয় অর্থনীতিতে ধীরগতির দরুন বেকারত্ব বেড়ে যাওয়ার পূর্বাভাস দিয়েছে সরকার।
গত তিন সপ্তাহ ধরে দেশটির স্কুল, সরকারি অফিস ও অপ্রয়োজনীয় সেবাগুলো বন্ধ রয়েছে। অর্থনৈতিক তৎপরতাও নিশ্চল হয়ে পড়েছে।

সুত্রঃ যুগান্তর

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ