সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১২:৫৮ অপরাহ্ন

রোহিঙ্গাদের নিয়ে সিনেমা বানাতে চান তাহসান

Reporter Name
  • আপডেট টাইম : সোমবার, ৪ জানুয়ারী, ২০২১
  • ২৮৯ বার

বিনোদন ডেস্কঃ রোহিঙ্গাদের নিয়ে সিনেমা বানাতে চান জনপ্রিয় গায়ক ও অভিনেতা তাহসান খান। একই জনগোষ্ঠীর ওপর একটি গান নিয়েও কাজ করছেন তিনি।

শনিবার ইউএনএইচসিআরের শুভেচ্ছাদূত হিসেবে তাহসানের নাম ঘোষণা করা হয়। তিনিই প্রথম বাংলাদেশি হিসেবে এ দায়িত্ব পেলেন।

এদিন সাংবাদিকদের সঙ্গে আলাপকালে রোহিঙ্গাদের নিয়ে তার নানাবিধ পরিকল্পনার কথা জানান তাহসান।

তিনি বলেন, ‘আমরা প্রথমে আলোচনা করছিলাম রোহিঙ্গাদের জন্য একটি গান করার। এর ওপর ভিত্তি করে একটি অডিও-ভিজ্যুয়াল কাজও হতে পারে। এর পর আলোচনায় এলো রোহিঙ্গাদের ওপর ছোট নাটিকা বা সিনেমা বানানোর। বিষয়টি নিয়ে এখনও আলোচনা চলছে, যা ভবিষ্যতে হতে পারে। আমরা চাই এসব নির্মাণের মাধ্যমে মূলধারার মিডিয়াতে রোহিঙ্গাদের কথা যেন প্রচার হয়, তাদের প্রতি যেন সবাই মানবিক হয়।’

রোহিঙ্গা ইস্যু নিয়ে ইউএনএইচসিআরের সঙ্গে গত দেড় বছর ধরেই কাজ করছেন তাহসান। ২০১৯ সালের জুনে প্রথম কুতুপালং ক্যাম্প পরিদর্শন করেন তিনি।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ