শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪, ০৭:৩৮ পূর্বাহ্ন

রোনাল্ডোর ২৩ বছরের রেকর্ডে ভাগ বসালেন লুকাকু

Reporter Name
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২০
  • ২১৯ বার

স্পোর্টস ডেস্কঃ  বুধবার রাতে স্প্যানিশ ক্লাব গেটাফের বিপক্ষের ম্যাচে গোল পেয়েছেন ইন্টার মিলানের বেলজিয়ান তারকা ফরোয়ার্ড রোমেলু লুকাকু।

এদিন গেটাফেকে ২-০ গোলে হারিয়ে ইউরোপা লিগের কোয়ার্টার ফাইনালের টিকিট নিশ্চিত করেছে ক্লাব ইন্টার মিলান।

এ ছাড়া এদিন দারুণ এক মাইলফলক স্পর্শ করেছেন লুকাকু।

ইতালিয়ান ক্লাবটির হয়ে প্রথম মৌসুমেই ৩০ গোল করে ফেলেছেন লুকাকু।

আর এমন কৃতিত্ব দেখিয়ে ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনাল্ডো দ্য লিমার রেকর্ডে ভাগ বসালেন তিনি।

১৯৯৭ সালে বার্সেলোনা থেকে ইন্টারে যোগ দিয়ে প্রথম মৌসুমেই ৩০ গোল করেছিলেন ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনাল্ডো দ্য লিমা।

অর্থাৎ ২৩ বছর পর রোনাল্ডোর একক রেকর্ডের পাশে লুকাকু জড়ালেন নিজের নাম।

এবারই প্রথম কোনো মৌসুমে ৩০ গোল করেছেন লুকাকু। এর আগে ২০১৭-১৮ মৌসুমে ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে ২৭ গোল করেছিলেন তিনি, যা ছিল তার সেরা পরিসংখ্যান।

তথ্যসূত্র: গোল ডট কম

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ