সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০৩:২০ পূর্বাহ্ন

রোনালদোকে ভুলতে পারছে না রিয়াল মাদ্রিদ

Reporter Name
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৮ আগস্ট, ২০১৮
  • ২৯৬ বার

স্পোর্টস ডেস্ক::
সান্তিয়াগো বার্নাব্যু ছেড়েছেন বেশ কিছুদিন হয়ে গেলো। এরই মধ্যে ক্রিশ্চিয়ানো রোনালদো জুভেন্টাসের হয়ে দুটি ম্যাচ খেলে ফেলেছেন। অন্যদিকে রোনালদোকে ছাড়া দুটি ম্যাচ জিতেও ফেলেছে লজ ব্লাঙ্কোজরা। তবুও এখনও পর্যন্ত ক্রিশ্চিয়ানো রোনালদোকে ভুলতে পারছে না রিয়াল মাদ্রিদ। জিরোনার বিপক্ষে রোববার রাতে ৪-১ গোলে জয়ের পর সেই ভুলতে না পারার কথাই বলেছেন রিয়ালের ব্রাজিলিয়ান ডিফেন্ডার মার্সেলো।
করিম বেনজেমার জোড়া গোলে ৪-১ ব্যবধানে বিশাল জয় নিয়ে ঘরে ফিরেছে রিয়াল। গত মৌসুমে এই জিরোনাই হারিয়েছিল লজ ব্লাঙ্কোজদের। এবারও সেই আতঙ্ক ভর করেছিল। কারণ ম্যাচের ১৬তম মিনিটেই জিরোনাকে এগিয়ে দিয়েছিল বোরহা গার্সিয়া। তবে, পুরনো ঘটনার পূনরাবৃত্তি ঘটেনি। রিয়াল বড় জয় নিয়েই ফিরেছে।
লিগের দু’ম্যাচ শেষে লিগ তালিকার শীর্ষে রয়েছে রিয়াল। বার্সেলোনার সঙ্গে তাদেরও পয়েন্ট ৬। রোববার ম্যাচ শেষে কথা বলতে যান মার্সেলো। ওই সময় রোনালদোর প্রসঙ্গ উঠে আসলে ব্রাজিলিয়ান এই ডিফেন্ডার জানান, রিয়াল মাদ্রিদ এখনও রোনালদোকে মিস করছে। তিনি বলেন, ‘বিশ্বের সেরা ফুটবলারের নাম রোনালদো। ওর অভাব অনুভব করাই তো স্বাভাবিক; কিন্তু বেল ও বেঞ্জেমাকেও খারাপ বলা যাবে না। তাদের যে কাউকে দিয়েই রোনালদোর জায়গা পূরণ করা সম্ভব।’
রোনালদোর সঙ্গে খেলাটাই মিস করছেন মার্সেলো। তিনি বলেন, ‘রোনালদোর মত ফুটবলারের সঙ্গে খেলাটা অবশ্যই মিস করছি। তবে বেল এবং বেনজেমাও দারুণ।’
রোনালদোকে ভুলতে পারছেন না করিম বেনজেমাও। জোড়া গোল করলেও জিরোনার বিপক্ষে ম্যাচ শেষে বেনজেমা বলেন, ‘আপনি কখনোই ক্রিশ্চিয়ানো ভুলতে পারবে না। রিয়াল মাদ্রিদে খুবই গুরুত্বপূর্ণ একজন ফুটবলার ছিলেন তিনি। অনেক গোল করেছেন। মার্সেলো যেমনটা বলেছেন, তিনি হচ্ছেন বিশ্বের অন্যতম সেরা অ্যাটাকার। তবে এখন আমাদেরকে ভিন্ন ভিন্ন খেলোয়াড়ের সমন্বয়ে ভিন্ন একটি দল নিয়েই বেশি চিন্তা করতে হবে।’

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ