রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০৭:৩৮ অপরাহ্ন

রোকেয়া দিবস উপলক্ষ্যে দক্ষিণ সুনামগঞ্জে র‍্যালী ও আলোচনা সভা

Reporter Name
  • আপডেট টাইম : সোমবার, ৯ ডিসেম্বর, ২০১৯
  • ২৪৫ বার

স্টাফ রিপোর্টার: দক্ষিণ সুনামগঞ্জে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উপলক্ষ্যে জয়িতা অন্বেষণে বাংলাদেশ শীর্ষক কার্যক্রমের আওতায়, উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অফিসের আয়োজনে, র্যালী পরবর্তী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১১টায় উপজেলা চত্বরে র্যালী শেষে উপজেলা নির্বাহী অফিসার জেবুন নাহার শাম্মীর সভাপতিত্বে, উপজেলা শিশু বিষয়ক কর্মক্ররতা হাসান কবিরের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রভাষক নুর হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান দুলন রাণী তালুকদার, প্রেসক্লাব সভাপতি কাজী এম জমিরুল ইসলাম মমতাজ, তথ্য সেবা কর্মকর্তা শাপলা আক্তার। সভায় আরও বক্তব্য রাখেন শ্রেষ্ঠ জয়িতা যারা নির্বাচিত হয়েছেন- অর্থনৈতিক ভাবে সাফল্য অর্জনকারী নারী শিবলী বেগম, শিক্ষা ও চাকুরী ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী স্বরসতী দাস, সফল জননী নারী আফরোজা বেগম, নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যমে জীবন শুরু করেছেন যে নারী লাভলী রানী দে, সমজ উন্নয়নে অসামান্য অবদান রেখেছেন যে নারী মোছাঃ হোসনা খানম প্রমূখ। অনুষ্ঠান শেষে শ্রেষ্ঠ জয়িতা যারা হয়েছেন তাদেরকে অতিথি বৃন্দরা ক্রেষ্ট ও সনদ প্রদান করেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ