শুক্রবার, ০৫ জুলাই ২০২৪, ০৩:২৬ পূর্বাহ্ন

রোকশানা পারভিনের কবিতা- ‘কদমফুল বারবার ফিরে আসে’

Reporter Name
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৬ জুন, ২০২০
  • ৪৭২ বার

(এক)

নীলকণ্ঠ পাখি যখন দূরন্ত ষাড়ের পিঠে বসে
অলস দুপুরে ঘাস খাওয়া দেখে
আর ডানা ঝাপটায়,
তখন বর্ষায় ঝুম বৃষ্টির শব্দটাকে
বেসুরে মনে হতেই পারে-
কারণ তুমি যে মুক্তির বিপক্ষে!

বর্ষা নীলাভ,সবুজ অথবা কালি
যে রূপেই আসুক মেনে নাও
মুক্তি দাও,মুক্তি নাও,প্রেমিক হও,
শিকলে বেঁচো না সন্তান আমার।

(দুই)

আজকের এই প্রচণ্ড মাথা ব্যথাটা..
বার বার মনে করিয়ে দিচ্ছে নি:শ্বাসের খুব
কাছে কেউ আছে একজন…..
যাকে ভালবাসি- খুব ভালোবাসি।
ভালোবাসা,ভাল থেকো আমার তুমি!

(তিন)

আজকাল আমার বুক থেকে
আতরের গন্ধ বের হয়!
তবে কি আমি পেলাম তোমায়!
আমি এখন আর আমি নই
ভাবছি আজ থেকে আমায় ’আতর’
বলে ডেকো………
এই বুকে মাংসের গন্ধ আর খুঁজো না!

(চার)

মাছরাঙা পাখিটা আমার আজন্ম প্রেমিক!
কী আশ্চর্য!
লৌকিক ঠোঁটগুলো তার কখনোই স্থির নয়
যেখানেই মাছ সেখানেই ছো…

(পাঁচ)

ওগো কদমফুল!
আষাঢ়ে ভালো থাকা মানে
গরমের দুপুরে প্রেয়সীর বুকে
জমে থাকা এক বিন্দু ঘাম।

লেখক: রোকশানা পারভিন
(কবি ও সংস্কৃতিকর্মী)

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ