নিজস্ব প্রতিবেদক:: সুনামগঞ্জের জগন্নাথপুরে করোনাভাইরাসের সংক্রমণ বেড়েই চলেছে। এরমধ্যে মঙ্গলবার পর্যন্ত আক্রান্ত সংখ্যা ৪৯ জন।
তাঁরমধ্যে জগন্নাথপুর পৌরসভায় আক্রান্ত ২৮ জন। এবং উপজেলার সৈয়দপুরসহ বিভিন্ন এলাকায় ২১ জন।
উপজেলা প্রশাসন সোমবার জগন্নাথপুর পৌরসভা ও সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়নকে ‘রেড জোন’ ঘোষণা করেছে।
আজ (মঙ্গলবার) থেকে তা কার্যকর হবে। উপজেলাা নির্বাহী অফিসার মাহফুজুল আলম মাসুম এ সব কথা জানান।
জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মধু সুধন ধর জানান, সম্প্রতি জগন্নাথপুর পৌরসভাসহ উপজেলায় করোনায় আক্রান্ত ৪৯ জন। এরমধ্যে নমুনা সংগ্রহ করা হয়েছে ৫৬৯ জনের। জগন্নাথপুর পৌরসভায় ২৮ জন ও সৈয়দপুর এলাকায় ৯ জন। অন্যরা উপজেলার বিভিন্ন এলাকার।
জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্ত মাহফুজুল আলম মাসুম জানান, জগন্নাথপুর পৌরসভা এলাকা এবং সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়নকে ‘রেড জোন’ হিসেবে চিহ্নিত করা হয়েছে।
মঙ্গলবার থেকে জগন্নাথপুর পৌরসভা এবং সৈয়দপুর শাহারপাড়ায় লকডাউন কার্যকর করা হবে। পৌরসভার ভিতরে যানবাহন চলাচল করতে পারবে না। লকডাউন অমান্যকারীর বিরুদ্ধে কঠোর আইনী পদক্ষেপ নেওয়া হবে।