স্পোর্টস ডেস্কঃ
১৬তম ওভারে যখন বল হাতে নিয়েছিলেন সাকিব, তখন দূর কল্পনাতেও এমন কিছুর কথা ভাবা যায়নি। প্রথম ৩ ওভারে ১৯ রান দেওয়া সাকিব আল হাসান স্লগ ওভারে এসেছিলেন রান আটকানোর দায়িত্ব নিয়ে। এর পর যা হলো সেটা মনে থাকবে বহুদিন। রায়ান বার্লের অবিশ্বাস্য স্ট্রোক প্লের সামনে সবচেয়ে খরচে ওভারের রেকর্ড করতে বসেছিলেন সাকিব।
১৪ ওভার শেষেও কোণঠাসা ছিল জিম্বাবুয়ে। ৬৩ রানে ৫ উইকেট হারানো দলটির রান ছিল ৮১। টি-টোয়েন্টি ৬ এর কম রানরেটে স্লগ ওভার শুরু হলো দলটির। মোস্তাফিজুর রহমানের ওভার থেকে এক চার ও এক ছক্কায় ১৪ রান তুলল জিম্বাবুয়ে। তখনো বোঝা যায়নি বার্ল তখনো শরীর গরম করছিলেন। আসল ধ্বংসযজ্ঞ শুরু হলো পরের ওভারে।
সাকিবের প্রথম বলে একটু সরে এসে জায়গা করে নিলেন বার্ল। তারপর ব্যাকওয়ার্ড স্কয়ার দিয়ে বিশাল এক ছক্কা। পরের দুই বলেও এল চার। চতুর্থ বলটাও ভালো ছিল না সাকিবের। পায়ের ওপর বল পেয়ে স্কয়ার লেগে বল পাঠালেন বার্ল। ঝাঁপিয়ে পড়া ফিল্ডারের হাতের নাগালের বাইরে দিয়ে ছক্কা। চার বলে ২০ রান। আগের ৩ ওভারের চেয়েও বেশি রান প্রথম ৪ বলেই দিয়ে দিলেন সাকিব।
বার্লের আক্রমণ শেষ হয়নি তখনো। পরের বলটা লেগ সাইডের দুই ফিল্ডারের একদম মাঝ দিয়ে চার মারলেন। পাঁচ বলে ২৪ রান। শেষ বলটা কোথায় ফেলবেন সাকিব? ওসব জল্পনাকল্পনা শেষ করার আগেই বল হয়ে গেল। সেটা লং অন দিয়ে উড়িয়ে সীমানার বাইরে পাঠালেন বার্ল। এক ওভারে ৩০ রান দিলেন সাকিব। ২২ বলে ২৪ রান নিয়ে ওভার শুরু করা বার্লও ২৮তম বলেই পেয়ে গেলেন ক্যারিয়ারের প্রথম টি-টোয়েন্টি ফিফটি।
সাকিব তবু সান্ত্বনা পেতে পারেন, পঞ্চম বলে চার না মেরে ছক্কা মারলেই যে আজ লজ্জার এক রেকর্ড হয়ে যেত তাঁর। টি-টোয়েন্টিতে বাংলাদেশের হয়ে এক ওভারে সবচেয়ে বেশি রান দেওয়ার রেকর্ড মোহাম্মদ সাইফউদ্দিনের। বাংলাদেশের বিপক্ষে ২০১৭ সালে দ্রুততম সেঞ্চুরির রেকর্ডের পথে সাইফউদ্দিনের এক ওভারে ৩১ রান নিয়েছিলেন ডেভিড মিলার। প্রথম পাঁচ বলে ছক্কা মারার পর শেষ বলে এক রান নিয়েছিলেন মিলার। আজ সে রেকর্ড সাকিবের হয়ে যেতে বসেছিল একটুর জন্য।
সাকিবকে স্তব্ধ করে দেওয়া সে ওভারের পর অবশ্য একটু শান্ত হয়েছেন বার্ল। পরের দুই ওভারে ১৯ রান তুলে জিম্বাবুয়ে থেমেছে ১৪৪ রানে। অপরাজিত ষষ্ঠ উইকেট জুটিতে ৮১ রান তুলেছেন বার্ল ও তিনোতেন্দা মুতোমবোজি। ষষ্ঠ উইকেট জুটিতে এটা জিম্বাবুয়ের রেকর্ড।