বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ১১:৪৭ পূর্বাহ্ন

রুদ্ধশ্বাস ম্যাচে শেষ বলে নাটকীয় জয় পাকিস্তানের

Reporter Name
  • আপডেট টাইম : শনিবার, ৩ এপ্রিল, ২০২১
  • ২৬২ বার

স্পোর্টস ডেস্কঃ সেঞ্চুরিয়নের সুপারস্পোর্ট পার্কে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে রুদ্ধশ্বাস ম্যাচে জয় পেল পাকিস্তান।

টানটান উত্তেজনা ছড়ানোর ম্যাচের শেষ বলে হাসি ফুটে বাবর আজমের মুখে। পাকিস্তান অধিনায়কের অসাধারণ ব্যাটিংয়ে ৩ উইকেটে স্বাগতিকদের হারাল পাকিস্তান।

শেষের ৮ বলে জয়ের জন্য পাকিস্তানের প্রয়োজন পড়ে ১০ রান।  পঞ্চম বলে ব্যাটের কানায় লেগে বোল্ড হন শাদাব। কিন্তু কোমড় উচ্চতার কারণে নো বলের সিদ্ধান্ত দেন আম্পায়ার। ফলে সাজঘরে না ফিরে উল্টো ফ্রি-হিট মারার অপেক্ষা করেন শাদাব।

আর ফ্রি-হিটটি দুর্দান্তভাবে কাজে লাগান আগের বলেই বোল্ড হওয়া শাদাব।

তিনি বাউন্ডারি হাঁকালে ১ বলে ৫ রান যুক্ত হয় পাকিস্তানের স্কোরবোর্ডে।  ওভারের শেষ বলে ফের ভাগ্যের পাল্লা ভারি হয় পাকিস্তানের পক্ষে।  প্রোটিয়া উইকেটরক্ষকের ভুলে আরও ৩ রান নিয়ে নেন শাদাব।

ফলে জয়ের জন্য শেষ ওভারে দরকার পড়ে মাত্র ৩ রানের।  যা অনেকটাই সহজ। কিন্তু নাটকীয়তার চরম মুহূর্ত তখনই শুরু হয়।  এই ৩ রান নিতেও আন্দিল ফেলুকায়োর পুরো ওভারটি খেলতে হয়েছে পাকিস্তানকে।

প্রথম বলেই সফল হন আন্দিল ফেলুকায়ো।  ডুসেনের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন ৩০ বলে ৩৩ রান করা শাদাব খান।

স্ট্রাইকে আসেন ফাহিম আশরাফ।  পরপর তিনটি বলে ফাহিমকে পরাস্ত করেন ডানহাতি পেসার আন্দিল।  অর্থাৎ প্রথম ৪ বলে কোনো রানই দেননি আন্দিল।  অর্থাৎ পাকিস্তানের তখন দরকার ২ বলে ৩ রান।

পঞ্চম বলটি বোলারের মাথার ওপর দিয়ে মেরে ২ রান নেন ফাহিম।  আর শেষ বলে কাভার-পয়েন্টের পাশ দিয়ে ১ রান নিয়ে দলের জয় নিশ্চিত করেন।

শুক্রবার সেঞ্চুরিয়ানে পাকিস্তান ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেটি ছিল এমনই নাটকীয়তায় ঠাসা।

টস হেরে ব্যাটিংয়ে নেমে বিপদেই পড়েছিল দক্ষিণ আফ্রিকা। ৫৫ রানে ৪ উইকেট হারিয়ে ফেলে প্রোটিয়ারা।

পরে সেই ধাক্কা সামলে দারুণভাবে ঘুরে দাঁড়ায় স্বাগতিকরা। রাসি ভ্যান ডার ডুসেনের অপরাজিত সেঞ্চুরি (১২৩*) ও ডেভিড মিলারের (৫০) ফিফটির সুবাদে ছয় উইকেটে ২৭৩ রানের চ্যালেঞ্জিং স্কোর গড়ে প্রোটিয়ারা।

২৭৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে খুব সহজেই এগুতে থাকে সফরকারী পাকিস্তান।

দ্বিতীয় উইকেটে  ইমাম-উল-হককে সঙ্গে নিয়ে ১৭৫ রানের জুটি গড়েন পাক অধিনায়ক বাবর আজম।

১৩ তম ওয়ানডে শতক হাঁকান বাবর।  ৭০ রান করেন ইমাম।  কিন্তু এ জুটি ভাঙার পরপরই পেসার এনরিক নর্তে দ্রুত ৪ উইকেট নিয়ে পাকিস্তানকে চাপে ফেলে দেন।

শ্লথ হয়ে যায় রানের গতি।  সেখান থেকে ধরে খেলে রিজওয়ান ৪০ ও শাদাব খান ৩৩ রান করার পর  শেষ বলে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন ফাহিম আশরাফ।

দ. আফ্রিকার পক্ষে সবচেয়ে সফল বোলার ছিলেন এনরিক নর্তে।  ১০ ওভারে ৫১ রানের খরচায় ৪ উইকেট শিকার করেন তিনি।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ