মঙ্গলবার, ১৫ অক্টোবর ২০২৪, ১২:২৭ পূর্বাহ্ন

রিয়ালের আরও একটি উৎসবের রাত

Reporter Name
  • আপডেট টাইম : রবিবার, ১০ নভেম্বর, ২০১৯
  • ১৯৪ বার

স্পোর্টস ডেস্কঃ  
চ্যাম্পিয়নস লিগের ম্যাচে গ্যালাতাসারাইকে পেয়ে গোল উৎসবে মেতেছিল রিয়াল মাদ্রিদ। এবার লা লিগায় এইবারের বিপক্ষেও একই ছন্দে রিয়াল মাদ্রিদ। লিগে এইবারের বিপক্ষে ৪-০ গোলের জয় পেয়েছে স্প্যানিশ জায়ান্টরা। যারা চ্যাম্পিয়নস লিগের ম্যাচটি দেখেননি তাদের জন্য তথ্যটা জরুরি— গ্যালাতাসারাইয়ের বিপক্ষে ৬-০ গোলের জয় পেয়েছিল রিয়াল। সব প্রতিযোগিতা মিলিয়ে এ নিয়ে টানা পাঁচ ম্যাচ নিজেদের জাল অক্ষত রাখল রিয়াল মাদ্রিদ।
আজকের ম্যাচে এইবারের মাঠে রিয়ালের বিস্ময় বালক রদ্রিগো বেঞ্চে বসেই সময় পার করেছেন। চ্যাম্পিয়নস লিগের ওই ম্যাচটিতে হ্যাটট্রিক করা এই তরুণ তুর্কিকে ছাড়াই এইবারের জালে গোল করেছেন বেনজেমা, রামোস ও ভালভার্দে। এর মধ্যে জোড়া গোল করেছেন বেনজেমা।
খেলা শুরুর প্রথম ত্রিশ মিনিটের মধ্যেই ৩-০ গোলে এগিয়ে যায় রিয়াল মাদ্রিদ। ম্যাচের ১৭ মিনিটেই গোলের দেখা পান বেনজেমা। মডরিচের জোরালো শট এইবারের রক্ষণে থাকা খেলোয়াড়ের গায়ে লেগে ভালভার্দের কাছে যায়। ভালভার্দের বাড়ানো বল নিচু শটে জালে জড়ান বেনজেমা। মিনিট তিনেক পর এইবারের ডি বক্সে ফাউলের শিকার হন হ্যাজার্ড। পেনাল্টির বাঁশি বাজাতে অপেক্ষা করেননি রেফারি। সফল স্পট কিকে ব্যবধান দ্বিগুণ করেন রামোস। এরপর আরও এক পেনাল্টি পায় রিয়াল। ম্যাচের ২৮তম মিনিটে ফাউলের শিকার হন ভাসকেস। এবার সফল পেনাল্টি শট নিয়ে মৌসুমে গোল দাতার তালিকায় শীর্ষে নাম লেখান বেনজেমা। লিগে এ নিয়ে ৯ গোল করলেন রিয়ালের ফরাসি এই ফরোয়ার্ড।
দ্বিতীয়ার্ধে ৬১তম মিনিটে এইবারের কফিনে শেষ পেরেকটি ঠুকে দেন ভালভার্দে। মডরিচের বাড়ানো বল ফাঁকায় পেয়ে বুলেটগতির শটে জালে জড়ান উরুগুইয়ান এই মিডফিল্ডার। এরপর ৭৬ মিনিটে ভিনিসুয়াস জুনিয়রের শট পোস্ট কেঁপে না উঠলে আরও ১ গোল নিশ্চিত হজম করত স্বাগতিকেরা।
এ জয়ে লা লিগায় পয়েন্ট টেবিলের শীর্ষে নাম লেখাল রিয়াল মাদ্রিদ। ১২ ম্যাচে রিয়ালের সংগ্রহ ২৫ পয়েন্ট।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ