শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ০৪:২৩ অপরাহ্ন

রায়পুর-কান্দিগাঁও সংঘর্ষ ও আমাদের ইয়াকুব শাহরিয়ার-মুহাম্মদ শাহজাহান

Reporter Name
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৫ জুন, ২০১৯
  • ৬৩৪ বার

মুহাম্মদ শাহজাহান
২০জুন ২০১৯খ্রি. রোজ বৃহস্পতিবার। বেলা ২.০০ঘটিকা পর্যন্ত চিরচেনা ব্যস্ততম পাগলা বাজারের অবস্থা অন্যসব দিনের মতো স্বাভাবিকই ছিল। ঘটনার সূত্রপাত সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক হাইওয়ে রোডে পাগলা বাজারের বাসস্টেশনে গাড়ি পার্কি নিয়ে। শুরু হয় পাগলা রায়পুর আর কান্দি গাঁয়ের দু’জনের মধ্যে তর্ক-বিতর্ক। এক সময় রূপ
নেয় হাতাহাতিতে। খুব দ্রুতই ব্যপক আকারে ছড়িয়ে পড়ে সংঘর্ষ।

ভয়ংকর সেই সংঘর্ষে দল বেঁধে অংশ নেয় রায়পুর আর কান্দিগাঁয়ের লোকজন। চলে প্রায় ঘন্টা খানেক। মধ্যযুগীয় কায়দার বর্বর সংঘর্ষে
অনেকেই আহত হন। একপর্যায়ে প্রতিপক্ষের হামলায় নিহত হয় রায়পুর গ্রামের স্কুল ছাত্র কিশোর শাহীনুর। বিষয়টি খুবই দুঃখ জনক। এরকম
অনাকাংখিত মৃত্যু কোন মা-বাবারই কাম্য নয়। আশা করি রাষ্ট্রের প্রচলিত আইনে এর সুষ্টু বিচার হবে। জ্ঞান-বিজ্ঞানের চরম উৎকর্ষতার যুগেও প্রায়শ শুনতে পাই দল বেঁধে, গোত্রে-গোত্রে, পাড়ায়-পাড়ায়, গ্রামে-গ্রামে মারামারি-সংঘর্ষ। নি:শন্দেহে সেটা মধ্যযুগীয় বর্বরতা, অজ্ঞানতা ও সুসভ্য মানুষের জন্য লজ্জার বিষয়। দু-চারজনের মধ্যে তর্ক-বিতর্ক, ঝগড়া-ঝাটি কিংবা মারামারি-হাতাহাতি হতেই পারে। আত্মীয়-স্বজন কিংবা অন্যদের কাজ
হলো দুপক্ষকে নিভৃত করা, প্রতিহত করা। দল বেঁধে পক্ষ নিয়ে সংঘর্ষকে ব্যপক আকারে ছড়িয়ে দেওয়ার অর্থ ক্ষয়ক্ষতির পরিমান বাড়ানো। এটা
কোন সমস্যার সমাধান হতে পাড়ে না। এতে সমস্যা আরো ব্যপক আকার ধারন করে মাত্র। ফলশ্রুতিতে দু’পক্ষকেই আর্থিকভাবে মারাত্মক ক্ষয়ক্ষতির
সম্মুখিন হতে হয়। এসব ক্ষেত্রে গোষ্ঠী বা গ্রামের দরিদ্র লোকেরা আরো দরিদ্র হয়ে পড়ে। এসব বর্বর কর্মকান্ড থেকে আমাদের বেড়িয়ে আসতে হবে।এক্ষেত্রে জনপ্রতিনিধিদের আরো বলিষ্ট ভূমিকা রাখতে হবে। দল বেঁধে মারামারি, সংঘর্ষে জড়িয়ে পরা কোন সুসভ্য, শিক্ষিত জাতির পরিচয় নয়।

কারো সাথে আমার মতের বা আদর্শের মিল না থাকতে পারে। এটাই স্বাভাবিক। তাই বলে তার সামাজিক ভাল কাজগুলোর প্রসংশা করব না?

এটা হয় না। বলছি এক তরুণ সংবাদকর্মীর কথা। তার আদর্শ, চিন্তা-
ভাবনার জগতটা যেমনই থাকুক না কেন তার সামাজিক কর্মকান্ড প্রসংশার দাবী রাখে। অসহায় রোগীর জন্য আর্থিক সাহায্য, কারো রক্তের
প্রয়োজনে অগ্রনী ভূমিকায় অবতীর্ন হতে দেখি পাগলার পরিচিতমুখ তরুণ সংবাদকর্মী ইয়াকুব শাহরিয়ারকে। ঈদ এলে অসহায় শিশুদের মধ্যে
ঈদবস্ত্র বিতরনে দেখি তার নিরলস প্রচেষ্টা। নতুন কাপড় হাতে পেয়ে শিশুদের মুখে ফুটে ওঠে নির্মল হাসি সেই হাসি ইয়াকুব শাহরিয়ারে মুখ হয়ে ছড়িয়ে পরে আমাদের মুখেও। তার এতসব সামাজিক
কর্মকান্ডে অংশগ্রহণ বেশ ভালই লাগে।

গতকাল জানতে পারলাম রায়পুর আর কান্দি গাঁয়ের মধ্যে সংগঠিত সংঘর্ষের মামলায় সেই ইয়াকুব শাহরিয়ারকেও আসামী করা হয়েছে।
খোঁজ খবর নিয়ে যতটুকু জানা যায় ঘটনার দিন এবং সময়ে সে সিলেটে অবস্থান করছিল। সে তার কর্মস্থল পাগলা হাই স্কুল এবং কলেজ প্রধানের নিকট থেকে দুদিনের ছুটি নিয়ে ঐদিন সিলেট যায়। বেলা প্রায় ১.০০টায় টিলাঘরে এক কম্পিউটারের দোকান থেকে সে তার মাস্টার্স পরীক্ষার এডমিটকার্ড তুলে এমসি কলেজে হয়ে জসিম বুক
হাউজে আসে। প্রায় ২.০০ঘটিকায় পাগলা বাসস্টেশনে সংঘর্ষ শুরু হয়। প্রকৃত ঘটনা যদি তাই হয় তাহলে তাকে মামলায় জড়ানোটা অবশ্যই
উদ্দেশ্য প্রণোদিত। ন্যায় বিচারের স্বার্থে তদন্ত সাপেক্ষে সংবাদকর্মী ইয়াকুব শাহরিয়ারের নামটি মামলা থেকে প্রত্যাহার করা একান্ত আবশ্যক বলে মনে করি। মামলার বেড়াজালে নিরাপদ কোনো ব্যক্তি যেন শাস্তিভোগ না করেন। আশা রাখি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি গুরুত্ব সহকারে দেখবেন। আমি আরো আশা করি যে, রায়পুর আর কান্দিগাঁয়ের
মধ্যে সংগঠিত সংঘর্ষই হোক গোষ্ঠীতান্ত্রিক ও গ্রামকেন্দ্রীক শেষ সংঘর্ষ। মানুষের বর্বরতা আর নিষ্টুরতার শেষ পাঠ।

লেখকঃ সংস্কৃতিকর্মী ও লোকসংগীত অনুসারী।  

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ