বুধবার, ০৯ অক্টোবর ২০২৪, ০৯:১৭ পূর্বাহ্ন

রাত পোহালেই শান্তিগঞ্জের ৮ ইউপিতে ভোট , কেন্দ্রে কেন্দ্রে পৌঁছেছে নির্বাচনী সরঞ্জাম

Reporter Name
  • আপডেট টাইম : শনিবার, ২৭ নভেম্বর, ২০২১
  • ২৫৫ বার

স্টাফ রিপোর্টার::

রাত পোহালেই সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার আট ইউনিয়ন পরিষদের সাধারণ নির্বাচন। উপজেলা নির্বাচন অফিস এরই মধ্যে সব প্রস্তুতি সম্পন্ন করেছে।

শনিবার(২৭ নভেম্বর) দুপুরে ভোট কেন্দ্রগুলোতে নির্বাচনী সরঞ্জাম পাঠায় নির্বাচন কমিশন। আগামীকাল রবিবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত একটানা চলবে ভোট গ্রহণ।

উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, গত ১২ নভেম্বর প্রতীক বরাদ্দ দেওয়ার পর থেকেই চেয়ারম্যান পদে ৪৭ জন, সংরক্ষিত আসনে ৯৫ জন ও সাধারণ আসনে ৩৫১ জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। আট ইউনিয়নের ৭৮টি কেন্দ্রে সর্বমোট ভোটার ১ লক্ষ ৩২ হাজার ১শত ৩৬ জন। এদের মধ্যে পুরুষ ভোটার সংখ্যা ৬৫ হাজার ৪ শত ৮০ জন, নারী ভোটার সংখ্যা ৬৬ হাজার ৬ শত ৫৬ জন।

উপজেলা নির্বাচন কর্মকর্তা রেজাউল করিম রেজা বলেন, সাধারণ নির্বাচন ঘিরে আমরা সব প্রস্তুতি সম্পন্ন করেছি। প্রিসাইডিং অফিসারদের কাছে ব্যালট বাক্স ও বিভিন্ন উপকরণ বুঝিয়ে দেওয়া হয়েছে। প্রিসাইডিং অফিসাররা উপকরণ নিয়ে সংশ্লিষ্ট কেন্দ্রে অবস্থান নিয়েছেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ