মঙ্গলবার, ১৫ অক্টোবর ২০২৪, ০৬:২১ পূর্বাহ্ন

রাজধানীতে ৭৫ কোটি টাকার সাপের বিষসহ গ্রেফতার ৬

Reporter Name
  • আপডেট টাইম : শুক্রবার, ২৫ ডিসেম্বর, ২০২০
  • ২৮৭ বার

দক্ষিণ সুনামগঞ্জ২৪ ডেস্কঃ রাজধানীতে ৭৫ কোটি টাকা মূল্যের সাপের বিষসহ চোরাচালান চক্রের ৬ সদস্যকে গ্রেফতার করা হয়েছে।

গতকাল বৃহস্পতিবার বিকালে দক্ষিণখান থানাধীন ৫০ নং ওয়ার্ডের গুলবার মুন্সি সরণি থেকে তাদের গ্রেফতার করে র‌্যাব-২।

গ্রেফতাররা হলেন- মো. মাসুদ রানা (২৪), মো. ছফির উদ্দিন শানু (৫০), মো. তমজিদুল ইসলাম মনির (৩৪), মো. আলমগীর হোসেন (২৬), ফিরোজা বেগম (৫৭) ও আসমা বেগম (৪২)।

গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল বৃহস্পতিবার দক্ষিণখানে অভিযান চালায় র‌্যাব- ২ এর একটি দল।

এ সময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে চোরাচালান চক্রের সদস্যরা পালানোর চেষ্টা করলে তাদের গ্রেফতার করা হয়।

পরে তাদের সঙ্গে থাকা ব্যাগ তল্লাশি করে কাচের জারে ৮.৯৬ কেজি (জারসহ) সাপের বিষ পাওয়া যায়; যার আনুমানিক মূল্য ৭৫ কোটি টাকা।

এছাড়া সাপের বিষ সংক্রান্ত একটি সিডি ও বই উদ্ধার করা হয়।

র‌্যাব জানায়, একটি নির্দিষ্ট গোষ্ঠীর কাছে সাপের বিষের ব্যাপক চাহিদা রয়েছে। গ্রেফতার ব্যক্তিরা অধিক মুনাফার লোভে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে সাপের বিষ সংগ্রহ করে চোরাচালান করে আসছে। তারা একটি সংঘবদ্ধ আন্তর্জাতিক সাপের বিষ চোরাচালান চক্রের সদস্য।

এ  ঘটনায় মামলা প্রক্রিয়াধীন বলে জানানো হয় র‌্যাবের সংবাদ বিজ্ঞপ্তিতে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ