স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের শান্তিগঞ্জে পবিত্র মাহে রমজান উপলক্ষে বাজারে ন্যায্যমূল্য নিশ্চিতে মনিটরিং ব্যবস্থা জোরদার করেছে উপজেলা প্রশাসন।
মঙ্গলবার(১২ মার্চ) সকাল ১১ টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলার শান্তিগঞ্জ ও পাগলা বাজারে বিভিন্ন ব্যবসায়ী প্রতিষ্ঠানের পণ্যের মূল্য তালিকা, ক্রয়-বিক্রয় ভাউচার, মজুদ পরিস্থিতি ও বাজারে পণ্য সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক রাখতে এই অভিযান পরিচালনা করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার সুকান্ত সাহার নেতৃত্বে বাজার মনিটরিংয়ে এসময় উপস্থিত ছিলেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) কাজী মোক্তাদির হোসেন, শান্তিগঞ্জ বাজার ব্যবসায়ী কমিটির সভাপতি রিপন তালুকদার, শান্তিগঞ্জ প্রেসক্লাবের সহ- সভাপতি মো. নুরুল হক ও সাধারণ সম্পাদক ছায়াদ হোসেন সবুজ সহ আরও অনেকে।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার সুকান্ত সাহা বলেন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ রাখতে রমজান মাস জুড়ে উপজেলার সকল বাজারে মনিটরিং কার্যক্রম এবং কোন ব্যবসায়ী যেনো হঠাৎ করে কোন পন্যের দাম বাড়িয়ে দিতে না পারে সেই বিষয়ে আমাদের কড়া নজরদারি অব্যাহত থাকবে।