মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ০৫:২৯ পূর্বাহ্ন

যৌন হয়রানি : মহাসংকটে ভারতীয় ক্রিকেট!

Reporter Name
  • আপডেট টাইম : বুধবার, ৩১ অক্টোবর, ২০১৮
  • ২৯৬ বার

স্পোর্টস ডেস্ক::
ভারতীয় ক্রিকেট এখন মহাসংকটে। দেশের ক্রিকেটের ভবিষ্যত নিয়ে ভীষণ উদ্বিগ্ন ভারতের ইতিহাসের অন্যতম সফল অধিনায়ক সৌরভ গাঙ্গুলি। শঙ্কা থেকে ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গলের (সিএবি) প্রেসিডেন্ট তো বড়সড় এক চিঠিই দিয়ে বসেছেন ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই) বরাবর।
সৌরভের আসলে দুশ্চিন্তাটা কি নিয়ে? ঘটনা সবারই জানা। সম্প্রতি জেগে উঠা ‘মি টু’ আন্দোলনে যৌন হয়রানির অভিযোগ উঠেছে ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী রাহুল জহুরির বিরুদ্ধে। বিসিসিআই এখন এটা নিয়ে তদন্ত করছে। তবে তদন্ত যেভাবে হচ্ছে, তাতে সন্তুষ্ট নন সৌরভ। ভারতীয় ক্রিকেটের ভবিষ্যত নিয়ে শঙ্কা প্রকাশ করে তাই চিঠি দিয়েছেন ‘দাদা’খ্যাত সাবেক এই ব্যাটসম্যান।
ই-মেইলে পাঠানো চিঠিতে সৌরভ লিখেছেন, ‘ভারতীয় ক্রিকেট প্রশাসন যেভাবে চলছে, আমি ভয়াবহ শঙ্কা থেকেই এই মেইলটি লিখেছি। দীর্ঘসময় এই ক্রিকেট খেলেছি আমি, আমরা জয় পরাজয়ের মধ্যেই বেঁচে থাকতাম। ভারতীয় ক্রিকেটের ভাবমূর্তিও আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ। আমাদের ক্রিকেট এখন যেভাবে এগোচ্ছে, আমাদের অবশ্যই এটার দিকে নজর দিতে হবে। আমি ভীষণ শঙ্কিত (আমি শঙ্কা শব্দটাই ব্যবহার করব)। গত কয়েক বছর ধরে ভারতীয় ক্রিকেটে যেভাবে সব চলছে, বিশ্ব দরবারে এবং লাখো ভক্তের বিশ্বাসের জায়গা নড়ে গেছে।’
দেশের ক্রিকেট এখন বড় সংকটের মুখে পড়েছে বলেই অভিমত সৌরভের। তার ভাষায়, ‘বছরের পর কঠোর পরিশ্রম, দারুণ প্রশাসন এবং গ্রেট ক্রিকেটাররা কাজের মাধ্যমে দর্শকদের মাঠে এনেছেন। তবে এই মুহূর্তে, আমার মনে হয় এটা বড় সংকটে। আশা করছি, মানুষ সব শুনছে।’
জোহরির নাম আলাদা করে নেননি সৌরভ। তবে তার বিরুদ্ধে যে অভিযোগ এসেছে এবং সেটা যেভাবে সামলানো হচ্ছে, তা নিয়ে চিন্তিত সাবেক এই অধিনায়ক। তিনি বলেন, ‘আমি জানি না, ঘটনা কতটা সত্যি। তবে যৌন হয়রানির সাম্প্রতিক রিপোর্ট সত্যিই বিসিসিআইকে খাটো করেছে। তার চেয়েও বেশি হচ্ছে, ব্যাপারটা যেভাবে সামাল দেয়া হচ্ছে, তা নিয়ে।’

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ