সোমবার, ০৭ অক্টোবর ২০২৪, ০৪:৫০ পূর্বাহ্ন

যৌন সম্পর্কের কারণে চীনে বছরে এইডসের কবলে এক লাখ মানুষ

Reporter Name
  • আপডেট টাইম : রবিবার, ৩০ সেপ্টেম্বর, ২০১৮
  • ২৭৭ বার

আন্তর্জাতিক ডেস্ক 
চীনে মরণব্যাধি এইডস আক্রান্ত মানুষের সংখ্যা এখন ৮ লাখ ২০ হাজার। শনিবার রাষ্ট্রীয়ভাবে দেয়া এক ঘোষণায় বলা হয়, বর্তমানে চীনে এইচআইভি বা এইডস রোগে আক্রান্তের হার গত বছরের চেয়ে ১৪ শতাংশ বেশি। আর দেশটিতে প্রতিবছর নতুন করে এইডস আক্রান্ত হচ্ছে এক লাখ মানুষ। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা এক সংবাদ সম্মেলনে বলেন, ২০১৮ সালের শেষ অর্ধেক বছরে নতুন করে আরো ৪০ হাজার মানুষ এইডস বা এইচআইভিতে আক্রান্ত হয়েছে। বেশিরভাগ ক্ষেত্রে দেখা গেছে, যৌন সম্পর্কের কারণেই মানুষ এ রোগে আক্রান্ত হচ্ছে। অতীতে দেশটিতে মূলত রক্ত দেয়া নেয়ার মাধ্যমেই এ রোগটি বেশি ছড়াতো।
কর্মকর্তারা বলেন, বর্তমানে এ অবস্থার পরিবর্তন ঘটেছে। রক্তের মাধ্যমে এইডস অথবা এইচআইভি ছড়ানোর সংখ্যা এখন প্রায় শূন্য। প্রতি বছর চীনে নতুন করে এক লাখ মানুষ এইডসে আক্রান্ত হচ্ছে বলে জানান তারা।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ