অনলাইন ডেস্ক:ঃ তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যোগদানের পরের দিনই অন্যত্র বদলি হয়েছেন ডা. সাবিনা ইয়াসমিন। সাবিনা ইয়াসমিন ৩৯ তম (বিশেষ) বিসিএসে উত্তীর্ণ হওয়া একজন চিকিৎসক।
সম্প্রতি হাওরাঞ্চলের প্রত্যন্ত জনপদের মানুষের স্বাস্থ্যসেবার মানোন্নয়নের জন্য স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগ সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে
পদায়নকৃত ৬ জন চিকিৎসক গত বৃহস্পতিবার যোগদান করেছিলেন। ডা. সাবিনা ইয়াসমিন এর কর্মস্থল ছিল উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে। তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কার্যালয় সূত্রে জানা যায়, যোগদানের পর কমপক্ষে দুই বছর ঐ এলাকাতে থাকার শর্তে ৩৯ তম(বিশেষ) বিসিএসে উত্তীর্ণ হওয়া চিকিৎসকদের নিয়োগ দেয়া হয়। কিন্তু যোগদানের পরদিন শুক্রবার অন্যত্র বদলির বিষয়টি তাদের হতভম্ব করে তুলেছে।
তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য বিষয়ক কমিটির সদস্য উপজেলা যুবলীগ আহবায়ক হাফিজ উদ্দিন বলেন,বিশেষ বিসিএসের চিকিৎসক বিশেষ আদেশে অন্যত্র বদলি হয়েছেন। বিষয়টি তার মতে বিশেষ বিসিএসে উত্তীর্ণ চিকিৎসক বদলীর নীতিমালা লঙ্ঘন হয়েছে।
ইউএইচএফপিও ডা. ইকবাল হোসেন বলেন, হাওরাঞ্চলের প্রত্যন্ত জনপদের মানুষের স্বাস্থ্যসেবার মানোন্নয়নের জন্য বৃহস্পতিবার ছয়জন চিকিৎসক যোগদান করেছেন। শুক্রবার তিনি জানতে পেরেছেন ডা. সাবিনা ইয়াসমিন কুমিল্লার মুরাদনগরে বদলি হয়েছেন।
সূত্র: সুনামগঞ্জের খবর