সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১১:৩০ অপরাহ্ন

যে কারণে সাইফউদ্দিন বাংলাদেশ দলে

Reporter Name
  • আপডেট টাইম : শুক্রবার, ১২ অক্টোবর, ২০১৮
  • ২১৮ বার

স্পোর্টস ডেস্ক::
জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশ দলে ফজলে রাব্বী অবশ্যই একটা চমক। তবে নয় মাস পর সাইফউদ্দিনকে দলে ফেরানোও কম চমকের নয়! ২১ বছর বয়সী পেস বোলিং অলরাউন্ডার সবশেষ ওয়ানডে খেলেছেন, গত জানুয়ারিতে ত্রিদেশীয় সিরিজে।
বাজে পারফরম্যান্স জাতীয় দল থেকে বাদ পড়েছিলেন সাইফউদ্দিন। গত আগস্টে আয়ারল্যান্ড ‘এ’ দলের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে অবশ্য ভালো করেছেন। জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজে সাইফউদ্দিন আরেকটি সুযোগ দিচ্ছেন নির্বাচকেরা।
বাংলাদেশ ক্রিকেটে একজন পেস বোলিং অলরাউন্ডার আর একজন লেগ স্পিনারের হাহাকার বহুদিনের। সাইফউদ্দিনের জাতীয় দলে আসা পেস বোলিং অলরাউন্ডারের শূন্যতা পূরণের আশায়। কিন্তু সেই আশা মরিচীকাই হয়ে আছে এখনো। ব্যয়বহুল বোলিংয়ে বাংলাদেশকে ডোবানোর কটি দুঃসহ স্মৃতি যোগ হয়েছে তাঁর ছোট্ট ক্যারিয়ারে। বিশেষ করে গত দক্ষিণ আফ্রিকা সফরে ডেভিড মিলার যে তাণ্ডবটা চালিয়েছিলেন তাঁর ওপর, মধ্যরাতে ঘুমের মধ্যে সেই স্মৃতি ফিরে এলে সাইফের ধড়মড়িয়ে ওঠাটা অস্বাভাবিক নয়! বেদম প্রহারের শিকার হয়েছেন তিনি গত ফেব্রুয়ারিতে শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজেও। ৯ আন্তর্জাতিক ম্যাচে ৫৪.৮০ গড় আর ৯.৪৪ ইকোনমি বলছে সাইফউদ্দিন দলে নিয়মিত হলে কতটা পথ হাঁটতে হবে।
চলমান জাতীয় লিগে আহামরি ভালো করতে পারেননি। তবুও কেন ফেরানো হয়েছে সাইফউদ্দিনকে, সেটির ব্যাখ্যা দিলেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন, ‘সামনে বিশ্বকাপ। সম্ভাব্য সবাইকে খেলার মধ্যে রাখা উচিত। তাকে এ কারণে নেওয়া। আমরা একটা পেস বোলিং অলরাউন্ডার খুঁজছি অনেক দিন। সাইফউদ্দিনকে দিয়ে আরেকটা চেষ্টা করতে চাচ্ছি। কদিন আগে চোটে পড়েছিল। জাতীয় লিগ দিয়ে ফিরেছে। জাতীয় লিগে তার উন্নতি চোখে পড়ার মতোই মনে হয়েছে।’
সাইফউদ্দিনের জন্য ইতিবাচক এটাই, নির্বাচকদের সুদৃষ্টি আছে তাঁর দিকে। সেটি একজন পেস বোলিং অলরাউন্ডারের প্রয়োজনীয়তা থেকে। তাঁকে বারবার সুযোগ দেওয়া হচ্ছে। এবার কি সুযোগটা কাজে লাগাতে পারবেন? পারবেন নির্বাচকদের আস্থার প্রতিদান দিতে? জাতীয় লিগ খেলতে কক্সবাজারে যাওয়া সাইফউদ্দিন মুঠো ফোনে আশার কথাই শোনাচ্ছেন, ‘আয়ারল্যান্ড সফরটা কাজে দিয়েছে। ওখানে ভালো করেছি। অবশ্যই তাঁদের আস্থার প্রতিদান দেওয়ার চেষ্টা করব। বোলিংটা ভালো হচ্ছিল না। ঘাটতিগুলো কাটিয়ে ওঠার চেষ্টা করছি। সুযোগ পেলে বাংলাদেশকে ম্যাচ জেতানোর চেষ্টা করব।’
বাংলাদেশ ‘এ’ দলের হয়ে আইরিশদের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে সাইফউদ্দিন ৩ ম্যাচে নিয়েছেন ৯ উইকেট। আশাজাগানিয়া পারফরম্যান্স অবশ্যই। তবে স্লগ ওভারে মুক্তহস্তে রান বিলানোর রোগটা কি তাঁর সেরেছে? সাইফউদ্দিন আশাবাদী, পুরোনো স্কিলেই নতুন কিছু করতে পারবেন, ‘বাংলাদেশ দলে হয়তো ভালো করতে পারিনি। এসব নিয়ে হতাশ হচ্ছি না। আমি আমার স্কিলের ওপর আস্থা রাখছি। নিজের স্কিল ভালোভাবে কাজে লাগাতে পারলে আশা করি নিজেকে ফিরে পাব।’

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ