শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০৫:০৯ অপরাহ্ন

যেসব চ্যানেলে দেখা যাবে বাংলাদেশ-আফগানিস্তান সিরিজ

Reporter Name
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৯ মে, ২০১৮
  • ৪৯৮ বার

অনলাইন ডেস্ক::
বাংলাদেশ বনাম আফগানিস্তানের মধ্যকার তিন ম্যাচের টুয়েন্টি সিরিজটি বিশ্বের যেকোনো প্রান্ত থেকেই উপভোগ করতে পারবেন ক্রিকেট ভক্তরা। বরাবরের মতো এবারও দেশীয় চ্যানেল গাজী টিভির পর্দায় দেখা যাবে বাংলাদেশের খেলা। অপরদিকে উপমহাদেশের বাকি দেশগুলোর জন্য সিরিজটি সম্প্রচার করবে স্টার স্পোর্টস। পাশাপাশি ইন্টারনেটে লাইভ স্ট্রিমিং করেও খেলা দেখতে পারবেন উপমহাদেশের দর্শকেরা। সেক্ষেত্রে তাদের হটস্টার অ্যাপ ব্যবহার করতে হবে।
এদিকে দক্ষিণ আফ্রিকায় সিরিজটি সম্প্রচারের দায়িত্বে থাকবে সুপার স্পোর্টস। এছাড়াও সুপার স্পোর্টসের অ্যাপের মাধ্যমে অনলাইনে খেলা দেখতে পারবেন সেখানকার দর্শকেরা।
মধ্যপ্রাচ্য এবং উত্তর আমেরিকার দেশগুলোতে খেলাগুলো দেখা যাবে ওএসএন স্পোর্টস ক্রিকেট এইচডিতে। আর উইলো টিভি এবং স্কাই স্পোর্টসের মাধ্যমে টাইগারদের খেলা উপভোগ করতে পারবেন যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্যের অধিবাসীরা।
বাংলাদেশ-আফগানিস্তান সিরিজ দেখা যাবে যেসব চ্যানেলে–
–বাংলাদেশ- গাজী টিভি
–ভারত এবং উপমহাদেশের অন্যান্য দেশ- স্টার স্পোর্টস
–যুক্তরাজ্য- স্কাই স্পোর্টস ক্রিকেট
–অস্ট্রেলিয়া- ফক্স স্পোর্টস
–দক্ষিণ আফ্রিকা- সুপার স্পোর্টস
–ক্যানাডা- এটি এন ক্রিকেট প্লাস (এশিয়ান টেলিভিশন নেটওয়ার্ক)
–যুক্তরাষ্ট্র- উইলো টিভি
–মালয়শিয়া- এস্ট্রো ক্রিকেট এইচডি
–মধ্যপ্রাচ্য এবং উত্তর আমেরিকা- ওএসএন স্পোর্টস ক্রিকেট এইচডি
–সিঙ্গাপুর- স্টার ক্রিকেট।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ