শনিবার, ১২ অক্টোবর ২০২৪, ০২:৩০ অপরাহ্ন

যমুনা গ্রুপের চেয়ারম্যান নুরুল ইসলামের মৃত্যুতে পরিকল্পনামন্ত্রীর শোক

Reporter Name
  • আপডেট টাইম : সোমবার, ১৩ জুলাই, ২০২০
  • ২৮৬ বার

স্টাফ রিপোর্টারঃ  দেশের অন্যতম বৃহৎ শিল্পগ্রুপ যমুনা গ্রুপের চেয়ারম্যান ও বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি…রাজিউন)।

রাজধানীর এভার কেয়ার হাসপাতালে (সাবেক অ্যাপোলো) চিকিৎসাধীন অবস্থায় সোমবার বিকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তার বয়স হয়েছিল ৭৪ বছর। তিনি স্ত্রী, এক ছেলে ও তিন মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
নুরুল ইসলাম দেশের পাঠকপ্রিয় গণমাধ্যম দৈনিক যুগান্তরের প্রতিষ্ঠাতা। একই সঙ্গে স্যাটেলাইট টেলিভিশন যমুনা টেলিভিশনেরও প্রতিষ্ঠাতা।
১৯৭৪ সালে নুরুল ইসলাম যমুনা গ্রুপ প্রতিষ্ঠা করেন। মেধা, দক্ষতা, পরিশ্রম ও সাহসিকতার মাধ্যমে একে একে শিল্প এবং সেবা খাতে গড়ে তোলেন ৩৮টি প্রতিষ্ঠান।

এই সফল শিল্প উদ্যোক্তার  মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন পরিকিল্পনামন্ত্রী আলহাজ্ব এম এ মান্নান এমপি।

এক শোকবার্তায় পরিকল্পনামন্ত্রী বলেন, তার মৃত্যুতে দেশ ও জাতি একজন বীর মুক্তিযোদ্ধা ও সফল উদ্যোক্তা  এবং সাহসী ব্যবসায়ীকে হারালো।

এসময় তিনি মরহুমার আত্মার মাগফিরাত ও জান্নাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ